প্রথম টেস্টে আগামীকাল শ্রীলংকার বিপক্ষে টাইগার স্কোয়াডে নতুন মুখ শরিফুল

প্রথম টেস্টে আগামীকাল শ্রীলংকার বিপক্ষে টাইগার স্কোয়াডে নতুন মুখ শরিফুল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।  প্রথম টেস্টে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চূড়ান্ত স্কোয়াডে একেবারেই নতুন মুখ শরিফুল ইসলাম। যুব বিশ্বকাপজয়ী এ পেসারের কিছুদিন আগে নিউ জিল্যান্ডে টি-২০ অভিষেক হয়েছিল।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। ২১ জনের প্রাথমিক দল নিয়ে শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ। সেখান থেকে ৬ জন প্রথম টেস্টের চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন। তারা হলেন-শহিদুল ইসলাম, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ।

শ্রীলঙ্কার কন্ডিশন বিবেচনায় বাংলাদেশ পেস আক্রমণে জোর দিয়েছে।নবাগত শরিফুল বাদে রয়েছেন আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন। বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই টেস্ট স্কোয়াড থেকে বড় পরিবর্তন আনেনি। দলে শুধুমাত্র এসেছেন সাদমান ইসলাম। বাঁহাতি ওপেনার ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি।

বাদ পড়েছেন নাঈম হাসান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ।সেই জয়ও বাংলাদেশকে আশার আলো দেখাতে পারে।

প্রথম টেস্টের জন্য স্কোয়াড:- মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহম্মদ মিথুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, শাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহিদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, শরিফুল ইসলাম।

মন্তব্যসমূহ (০)


Lost Password