বঙ্গোপসাগরের  তলদেশে প্রাকৃতিক  গ্যাসের  বিশাল মজুদের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা

বঙ্গোপসাগরের  তলদেশে প্রাকৃতিক  গ্যাসের  বিশাল মজুদের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা

বঙ্গোপসাগরের  তলদেশে প্রাকৃতিক  গ্যাসের  বিশাল মজুদের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা
যা দিয়ে অন্তত  ১শ বছর চলতে পারবে বাংলাদেশ। 

 বঙ্গোপসাগরের তলদেশে ৩ হাজার ১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে মোনাজাইট, টাইটানিয়াম, আয়রন, জিরকন, রুটাইল, ক্যালসিয়াম কার্বনেট, ফসফরাস, সালফেট ও রেয়ার আর্থ এলিমেন্টসহ মূল্যবান খনিজ পদার্থের সন্ধান পেয়েছেন দেশের বিজ্ঞানীরা। এছাড়া সম্ভাব্য আরো প্রায় ১শ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের বিশাল  মজুদের সন্ধান পেয়েছেন।
বিজ্ঞানীরা বলছেন, এই গ্যাসে দেশের আগামী  ১শ বছরের চাহিদা মিটানো সম্ভব হবে

গত ২৮ মার্চ কক্সবাজারের 'পেঁচারদ্বীপে' বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘সুনীল অর্থনীতির উন্নয়নে সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহার ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক  সেমিনারে "সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের" ২০১৯-২০ অর্থবছরের গবেষণা ফলাফলসহ ৭টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।এ সময়  বঙ্গোপসাগরের তলদেশে থাকা বিরল খনিজ সম্পদের ভূ-তাত্ত্বিক জরিপের ফলাফল তুলে ধরে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের ভূ-তাত্ত্বিক ওশানোগ্রাফি বিভাগের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, আমাদের সাগরের তলদেশে গ্যাসের যে সম্ভাব্য মজুদ পাওয়া গেছে তা দিয়ে আমরা ১শ বছরের চাহিদা মিটাতে পারব। বর্তমানে দেশে মাত্র ১৪ বছরের গ্যাসের মজুদ রয়েছে।

তিনি বলেন, বঙ্গোপসাগরে যেসব বিরল খনিজ পদার্থ রয়েছে তার মধ্যে পারমাণবিক চুল্লির জ্বালানি ও নিরাপত্তাকাজে ব্যবহৃত খনিজও রয়েছে। আর এসব খনিজ উত্তোলন করে আমরা ব্লু-ইকনোমি বা সুনীল অর্থনীতিতে নতুন দুয়ার খুলতে পারি।

মন্তব্যসমূহ (০)


Lost Password