শ্রীলঙ্কান দলে ডাক পেলেন সান্দাকান ও চামিকা

শ্রীলঙ্কান দলে ডাক পেলেন সান্দাকান ও চামিকা
MostPlay

ক্যান্ডিতে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দলের প্রথম টেস্ট ম্যাচ নিষ্প্রান ড্র হয়েছে। প্রথম টেস্টে বোলার জন্য কিছুই ছিল না। প্রচন্ড গরম ও প্রানহীন উইকেটে বোলারদের অনেক কঠিন পরিক্ষা দিতে হয়েছে। প্রথম টেস্টে লঙ্কান পেসার লাহিরু কুমারা হ্যামস্ট্রিং ইনজুরিতে পরে সিরিজ থেকে ছিটকে গেছেন।

এদিকে আজ বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষনা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।  দ্বিতীয় টেস্টে দলের সাথে যুক্ত হয়েছে পেসার চামিকা ও বাঁহাতি রিস্ট স্পিনার লাকসান সান্দাকান। সান্দাকান এখন পর্যন্ত ১১ টেস্ট ম্যাচে ৩৭ উইকেট শিকার করেছেন অপরদিকে শ্রীলঙ্কার হয়ে ১টি টেস্টে মাঠে নেমেছেন। মুলত লাহিরু কুমারা হ্যামস্ট্রিং ইনজুরিতে পরায় তাদের দুজনকে ডাকা হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে ক্যান্ডিতে শুরু হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট।

শ্রীলঙ্কা টেস্ট দল: দিমুথ করুণারত্নে, লাহিরু থিরিমান্নে, ওশাডা ফার্নান্ডো, পাথুম নিশানকা, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, রোশেন সিলভা, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্ডো, চামিকা করুণারত্নে, লাকসা সান্দাকান, আসিথা ফার্নান্ডো, দিলশান মাদুশানাকা ও প্রবীন জয়াবিক্রমা।

মন্তব্যসমূহ (০)


Lost Password