রাশিয়া ৮০ হাজার সেনা মোতায়েন করেছেন ইউক্রেন সীমান্তে

রাশিয়া ৮০ হাজার সেনা মোতায়েন করেছেন  ইউক্রেন সীমান্তে

চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেন সীমান্তে ৮০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। এই ঘটনার পর থেকে উত্তেজনা বেড়ে দেশ দুটির মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে।বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, সেনা মোতায়নের পাশাপাশি ভারী অস্ত্র এবং ট্যাঙ্কও জড়ো করেছে মস্কো। রাশিয়ার আবারো ইউক্রেনে অভিযান চালাতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

এদিকে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ন্যাটো।জোটের মহাসচিব জেনস স্টোলটেনবার্গ সতর্ক করে বলেছেন, মস্কো যদি কিয়েভে সামরিক অভিযানের কথা চিন্তা করে তাহলে তা হবে বড় ধরনের ভুল। ২০১৪ সালে ইউক্রেনে অভিযান চালিয়ে দেশটির বড় একটি অংশ দখল করে নিয়েছিল রাশিয়া।

মন্তব্যসমূহ (০)


Lost Password