পিছিয়ে পড়া পর্তুগালকে জেতালেন রোনালদো

পিছিয়ে পড়া পর্তুগালকে জেতালেন রোনালদো

কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মঙ্গলবার লুক্সেমবার্গের বিপক্ষে খেলতে নেমেছিল পর্তুগাল। শুরুতেই পিছিয়ে পড়ার পর অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে জয় পেয়েছে দলটি। লুক্সেমবার্গের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে পর্তুগিজরা। 

বল দখলে শুরু থেকেই এগিয়ে ছিল পর্তুগাল। তবে আক্রমণে তেমন একটা সুবিধা করতে পারছিল না তারা। ২৪তম মিনিটে গোলের উদ্দেশ্যে প্রথম শট নিতে পারে দলটি। সে যাত্রায় রোনালদোর ফ্রি কিক সহজেই ফেরান স্বাগতিক গোলরক্ষক মরিস। ম্যাচের ৩০ মিনিটে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নদের চমকে দিয়ে এগিয়ে যায় লুক্সেমবার্গ। সতীর্থের ক্রসে ডি-বক্সে দারুণ হেড করে বল জালে পাঠান স্বাগতিক ফরোয়ার্ড গেরসন রদ্রিগেস।

প্রথমার্ধের শেষ কয়েক মিনিটে স্বাগতিকদের রক্ষণে বেশ কিছু আক্রমণ করে পর্তুগাল। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে দলে স্বস্তি ফেরান দিয়েগো জোতা। একটু আগে চোট নিয়ে মাঠ ছাড়া জোয়াও ফেলিক্সের বদলি নামা পেদ্রো নেতো ডি-বক্সের মাঝে একজনকে কাটিয়ে ক্রস বাড়ান। লাফিয়ে উঠে হেড করে ঠিকানা খুঁজে নেন লিভারপুল ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। ডান দিক থেকে কানসেলোর ক্রসে একটু লাফিয়ে নেয়া ভলিতে জাল খুঁজে নেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। জাতীয় দলের হয়ে বর্তমানে সিআর সেভেনের গোল সংখ্যা ১০৩টি। আন্তর্জাতিক ফুটবলে ইরানের আলি দাইয়ের সবচেয়ে বেশি ১০৯ গোলের রেকর্ড স্পর্শের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন তিনি।

৭৮তম মিনিটে গোল করার সহজ সুযোগ নষ্ট করেন রোনালদো। সতীর্থের পাস ফাঁকায় পেয়ে যাওয়ার পর তার সামনে ছিলেন শুধু গোলরক্ষক। কিন্তু এই জুভ তারকা সোজা গোলরক্ষক বরাবর শট মারেন। 

৮০তম মিনিটে লুক্সেমবার্গের কফিনে শেষ পেরেক ঠুকে দেন দ্বিতীয়ার্ধে বদলি নামা পলিনিয়ো। নেতোর কর্নারে হেড করে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলটি করেন তিনি।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল। অন্য ম্যাচে আজারবাইজানকে ২-১ গোলে হারানো সার্বিয়া সমান পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। এছাড়া দুই ম্যাচে লুক্সেমবার্গের পয়েন্ট ৩। সমান ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ড ও আজারবাইজান এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password