বেতিসের সাথে ড্র করে শিরোপা দৌড়ে পিছিয়ে পরলো রিয়াল

বেতিসের সাথে ড্র করে শিরোপা দৌড়ে পিছিয়ে পরলো রিয়াল

লা লিগায় ম্যাচ বেশি বাকি নেই। তিন দল সমান তালে এগুচ্ছে শিরোপার জন্য। নিজেদের সব ম্যাচ জিতে গেলেই শিরোপা নিশ্চিত। আর পরাজয় কিংবা ড্রয়ে কাজ সহজ হবে অন্য দুই দলের। এমন অবস্থায় বেতিসের সাথে ড্র করে পিছিয়ে পরলো জিদান শিষ্যরা। অথচ সবাই চিন্তা করেছল  যে নিজেদের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে হেসেখেলে তিন পয়েন্ট পেয়ে যাবে রিয়াল, সেই ম্যাচেই দুই পয়েন্ট খুইয়েছে জিদানের দল। গোলশূন্য ড্র করেছে তারা।

শনিবার রাতে আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে পূর্ণ আধিপত্য বিস্তার করে খেলেছে রিয়াল। কিন্তু একের পর এক গোল মিসের হতাশায় মেলেনি কাঙ্ক্ষিত জয়। ম্যাচের ১৪ মিনিটে রিয়াল মাদ্রিদ ভালো সুযোগ পেয়েছিল। লুকা মদরিচের ক্রস বেনজেমা বল পাওয়ার আগে এক ডিফেন্ডার ক্লিয়ার করেন। ২৪ মিনিটে রিয়ালের দুর্ভাগ্য। তাদের দুটি প্রচেষ্টা নস্যাৎ করে দেন গোলকিপার ক্লদিও ব্রাভো। শুরুতে রদ্রিগোর শট রুখে দেন। ফিরতি বলে বক্সের প্রান্ত থেকে বেনজেমার জোরালো শট গোলকিপার ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করেন।

 

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ডান দিক থেকে রদ্রিগোর আচমকা জোরালো শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে ক্রসবারে বাধা পায়। পাঁচ মিনিট পর বেতিসের দারুণ একটি সুযোগ নষ্ট হয়। তিন জনের মধ্যে দিয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষক বরাবর শট নেন আর্জেন্টাইন মিডফিল্ডার গিদো রদ্রিগেস। এরপর লুকা মদ্রিচের দূরপাল্লার দারুণ একটি শট ধরে ফেলেন বেটিসের গোলরক্ষক। ভিনিসিউস জুনিয়রও একটি গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তিনি ডানদিকে করিম বেনজেমাকে বাড়িয়ে না দিয়ে নিজে দুর্বল শট নেন। সেটি ধরে ফেলে বেটিসের গোলরক্ষক ক্লাউদিও ব্রাভো।

তাতে গোলশূন্য ড্র ভিন্ন অন্য কোনো ফল হয়নি ম্যাচের। এই ম্যাচ দিয়ে এক মাস পর চোট কাটিয়ে দলে ফিরেছেন এডেন হ্যাজার্ড। তারপরও ম্যাচে ভাগ্য পরিবর্তন হয়নি রিয়ালের। রিয়াল মাদ্রিদ ড্র করার ফলে বেড়েছে বার্সেলোনার দুইয়ে ওঠার সম্ভাবনা। আজ ভিয়ারিয়ালের মাঠ থেকে জিততে পারলেই রিয়ালকে টপকে যাবে কাতালান ক্লাবটি।

৩৩ ম্যাচে অষ্টম ড্রতে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭১ পয়েন্ট। আতলেটিকো মাদ্রিদ ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। আর বার্সেলোনা আছে এক ম্যাচ কম খেলে ৬৮ পয়েন্ট নিয়ে।

মন্তব্যসমূহ (০)


Lost Password