রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে মুখোমুখি রিয়াল-চেলসি

রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে মুখোমুখি রিয়াল-চেলসি
MostPlay

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব চেলসি। সেমিফাইনালের প্রথম লেগটি অনুষ্ঠিত হবে রিয়ালের ঘরের মাঠ আলফ্রেড ডি স্টেফানো মাঠে। ২০ বছর পরে একে অপরের বিপক্ষে মাঠে নামছে দুই দল। তাই ২০ বছর পর দুই ক্লাবের দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। রিয়ালের ঘরের মাঠে রিয়ালকে হারানো সহজ হবেনা চেলসির জন্য। যদিও কিছুটা বেকায়দায় আছে রিয়াল শিবির। করোনা, ইনজুরি মিলিয়ে গত কয়েক ম্যাচ ধরে সেরা একাদশ নামাতে পারছেন না রিয়াল বস জিনেদিন জিদান।

ইনজুরি কাটিয়ে এডেন হেজার্ড রিয়ালের জার্সিতে ফেরার সম্ভাবনা থাকলেও আজও খেলতে পারবেন না রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। তারপরেও চ্যাম্পিয়ন্স লিগ মানেই রিয়াল এক অন্য শক্তির নাম। রেকর্ড ১৩ বারের শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ এবারও শিরোপার অন্যতম দাবিদার। গত বছর চ্যাম্পিয়ন্স লিগ থেকে খালি হাতে ফেরা রিয়াল কোচ জিদানের ছোয়ায় যেন পুরো পালটে গেছে। যেই রিয়াল কিছুদিন আগেও ছিল শিরোপাশূন্য মৌসুম কাটানোর শঙ্কায়, তারাই এখন ডাবলস (চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা) জেতার স্বপ্নে বিভোর। আর সেই স্বপ্ন যদি সত্যি হয়ে ধরা দেয়, তবে কোচ হিসেবে অমরত্বই পেয়ে যাবেন জিদান। একই মৌসুমে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ জয়ের কৃতিত্ব রিয়াল মাত্র তিনবারই দেখাতে পেরেছে। ১৯৫৬/৫৭ এবং ৫৭/৫৮ মৌসুমের পর জিদানের হাত ধরেই ২০১৬/১৭ মৌসুমে ফের এই সাফল্য পেয়েছিল স্প্যানিশ জায়ান্টরা। এবারও তাদের সামনে ডাবল জয়ের সুযোগ।

অপরদিকে প্রিমিয়ার লিগ হাতছাড়া হয়ে গেলেও টমাস টুখেল দায়িত্ব নেয়ার পর থেকে আকাশে উড়ছে ব্লুজরা। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। একের পর এক জিতেই চলেছেন টুখেলের চেলসি। রিয়াল ও চেলসির বাইরে লড়াইটা দুই কোচেরও বলা যেতে পারে। দুই কোচের এখন পর্যন্ত দেখা হয়েছে মোট চারবার। বিস্ময়কর হলেও সত্যি, টমাস টুখেলের বিপক্ষে কখনও জিততে পারেননি রিয়াল বস জিনেদিন জিদান। উল্টো একবার টুখেলের কাছে হেরেছেন। কোচ হিসেবে জিদান তিন বা তার বেশি ম্যাচ যাদের বিপক্ষে খেলেছেন, তাদের মধ্যে কেবল টুখেলের বিপক্ষেই জয়ের স্বাদ পাননি। চেলসি-রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের আগে তাই স্বাভাবিকভাবে প্রশ্নটি উঠছে-এবার টুখেলকে হারাতে পারবেন তো জিদান? ম্যাচের আগে দুই দলের কোচ অবশ্য প্রতিপক্ষের প্রতি সম্মান রেখেই কথা বলেছেন।

সেমিফাইনাল প্রসঙ্গে জিনেদিন জিদান বলেন, “মৌসুমের সবচেয়ে কঠিন ম্যাচ খেলতে নামবো, এটা চ্যাম্পিয়ন্স লিগ। চেলসির সাথে অনেক বেশি সতর্ক হয়ে খেলতে হবে। ডিফেন্সকে কোনো রকম ভুল করা চলবেনা। গোলের সুযোগও তৈরি করতে হবে। চেলসির মতো দলের সাথে সব সময় সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়েই খেলতে হবে।

অপরদিকে চেলসি কোচ টুখেল সংবাদ সম্মেলনে বলেছেন, চ্যাম্পিয়ন্স লিগে জিনেদিন জিদানের রেকর্ড অনেক ভালো। টানা তিনবার দলকে শিরোপা জিতিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালই সবচেয়ে অভিজ্ঞ আর সফল দল। আমাদের জন্য এর চেয়ে কঠিন ম্যাচ আর হতে পারে না। রিয়ালের বিপক্ষে খেলার স্বপ্ন শৈশবে সবাই দেখে। আমরা নিজেদের সেরাটা দিয়ে তাদের পরীক্ষা নিতে চাই। দুই লেগ মিলিয়ে জিততে চাই।

মন্তব্যসমূহ (০)


Lost Password