কলকাতাকে উড়িয়ে দিয়ে জয়ে ফিরলো মোস্তাফিজের রাজস্থ্যান

কলকাতাকে উড়িয়ে দিয়ে জয়ে ফিরলো মোস্তাফিজের রাজস্থ্যান

৪ ম্যাচে ৩ হারে পয়েন্ট টেবিলে তলানীতে চলে গিয়েছেল রাজস্থ্যান রয়্যালস। জয়টা বড্ড প্রয়োজন ছিল রাজস্থ্যানের। দুর্দান্ত বোলিংয়ে আসল কাজটা প্রথমেই সেরে রেখেছিলেন ক্রিস মরিস ও মোস্তাফিজুর রহমান। পরে ব্যাট হাতে বাকি কাজ সারেন সাঞ্জু স্যামসন আর তাতেই কলকাতার বিপক্ষে স্বস্তির জয় তুলে নিয়ে জয়ে ফিরলো রাজস্থ্যান। অপরদিকে টানা ৪ হারে এবার তলানিতে নেমে গেছে সাকিবদের কলকাতা। যদিও টানা দুই ম্যাচ ধরে একাদশে জায়গা পাচ্ছেন না সাকিব। অপরদিকে জয়ে ফিরে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে গেছে রাজস্থান।

রাজস্থ্যানের লক্ষ্য ছিল ১৩৪ রানের। মাঝারি মানের এই রান তাড়ায় তেমন বেগ পেতে হয়নি রাজস্থানকে। তবে শুরুটা তেমন ভালো হয়নি রাজস্থানের। ওপেনার জস বাটলার ফিরে গেছেন মাত্র ৫ রান করে। আরেক ওপেনার জশ্বসী জসওয়াল ২২ রান করে স্কোর বোর্ড ঠিকই সমৃদ্ধ করেন। শিভাম দুবে ২২ ও রাহুল তিওয়াতিয়া ৫ রানে ফিরলে রাজস্থানের জয়ে মূল ভূমিকা রাখেন অধিনায়ক স্যাসম্যান। ৪১ বলে ২টি চার ও ১ ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ককে শেষ পর্যন্ত দারুণ সঙ্গ দেন ডেভিড মিলার। তিনি ২৩ বলে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। কলকাতার হয়ে সর্বোচ ২টি উইকেট নেন বরুণ চক্রবর্তী। ১টি করে উইকেট নেন শিভাম মাবি ও প্রসিদ্ধ কৃষ্ণা।

 

ম্যাচের শুরুতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মোস্তাফিজুর রহমানের মিতব্যয়ী বোলিং আর শেষ দিকে ক্রিস মরিসের উইকেট শিকারের উৎসবে রীতিমত দিশেহারা হয়ে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স। দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারানো কলকাতা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। জস বাটলারের দারুণ দক্ষতায় রান আউটের শিকার হন শুভমান গিল (১১)। আরেক ওপেনার নিতিশ রানা ২৫ বলে করেছেন ২২ রান। গত ম্যাচে ঝড় তোলা রাসেল (৯) ও কামিন্স (১০) ফিরে গেছেন দ্রুত। অধিনায়ক মরগ্যান (০) ও সাকিব পরিবর্তে দলে সুযোগ পাওয়া নারাইন (৬)ছিল গতরাতেও ব্যার্থ। নির্ধারীত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৩৩ রানেই আটকে যায় দুইবারের চ্যাম্পিয়নরা। কলকাতার হয়ে ২৩ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ক্রিস মরিস। মোস্তাফিজুর রহমান ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। ক্রিস মরিস ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:

কলকাতা নাইট রাইডার্স: ১৩৩/৯ (২০ ওভার) ত্রিপাঠী ৩৬, কার্ত্তিক ২৫, মরিস ২৩/৪

রাজস্থান রয়্যালস: ১৩৪/৪ (১৮.৫ ওভার) স্যামসন ৪২*, মিলার ২৪*, বরুণ চক্রবর্তী ৩২/২

মন্তব্যসমূহ (০)


Lost Password