মেটজকে ৩-১ গোলে হারিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে শীর্ষে পিএসজি

মেটজকে ৩-১ গোলে হারিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে শীর্ষে পিএসজি

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। শনিবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে এমবাপ্পের জোড়া গোলে মেটজের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। টানা তৃতীয় জয়ে লিলেকে ফের একবার পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

ম্যাচের শুরুতেই পিএসজিকে এগিয়ে দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। চতুর্থ মিনিটেই গোল করেন তিনি। ১০ মিনিট পর আবারো এগিয়ে যেতে পারত ফরাসি জায়ান্টরা কিন্ত কর্নার থেকে লেয়ান্দ্রো পারেদেসের ভলি গোললাইন থেকে ফেরান গোলরক্ষক আলেকসাঁ ওকিজা। বল ঠেকানোর সময় তার শরীর ছিল ভিতরে। প্রথমার্ধে আর কোণ গোল হয়নি। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় পিএসজি।

বিরতি থেকে ফিরেই গোল করে মেটজকে সমতায় ফেরান ফাবিয়ান সেনটঞ্জে। ম্যাচের বয়স এক ঘণ্টা পূর্ণ ঘণ্টা হওয়ার এক মিনিট আগে পিএসজিকে ফের লিড এনে দেন এমবাপ্পে। নেইমারের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শট নেন এমবাপে। বল এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়ায়। আর ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে পিএসজির ৩-১ গোলের জয় নিশ্চিত করেন নেইমারের বদলি হিসেবে নামা মাওরি ইকার্দি। পিএসজির জন্য ভাল খবর নিষেধাজ্ঞা কাটিয়ে ফরাসি লিগে ফিরেছেন নেইমার। তবে খারাপ সংবাদও আছে পিএসজি শিবিরে। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে ঊরুর চোট নিয়ে মাঠ ছাড়েন ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের ম্যাচের আগে তার চোট দুশ্চিন্তায় ফেলেছে পার্ক দেস প্রিন্সেস শিবিরকে।

মন্তব্যসমূহ (০)


Lost Password