বিয়েতে নকল গয়না দেওয়ায় উচিত জবাব কনেপক্ষের

বিয়েতে নকল গয়না দেওয়ায় উচিত জবাব কনেপক্ষের

শুক্রবার (১১ জুন) রাতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গ্রামে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে ঝগড়ার একটি ঘটনা ঘটে যা মূলত নকল গয়না দেওয়া থেকে শুরু।

বিয়েতে দেওয়ার কথা ছিল স্বর্ণের বালা। কিন্তু বরপক্ষ দেয় ইমিটেশনের। এতেই কনেপক্ষ ও বরপক্ষের মধ্যে তুমুল মারামারি হয়। পরে একদিন আ টক থাকার পর কনেকে তালাক ও জরিমানা দিয়ে ছা ড়া পায় বরপক্ষ। কনেপক্ষ জানিয়েছেন, ওই এলাকার মো. আকবর আলী পটলের মেয়ে আঁখির সঙ্গে দিনাজপুরের খানসামা উপজেলার তেবাড়িয়া চৌপথি এলাকার হোটেল ব্যবসায়ী মো. হবিবর রহমানের ছেলে মো. মফিজুল ইসলামের প্রায় আড়াই মাস আগে বিয়ে রেজিস্ট্রেশন হয়। শুক্রবার ছিল কনে বিদায়ের দিন। ৫০-৬০ জন লোক নিয়ে কনেকে নিতে আসেন বর মফিজুল। বরপক্ষের খাওয়া-দাওয়া চলছিল, আর অন্যদিকে কনে সাজানো হচ্ছিল। ওই সময় কনের ভাবি বুঝতে পারেন- বরপক্ষের দেয়া হাতের বালা দুটি স্বর্ণের নয়, সিটি গোল্ডের। এ নিয়ে বরপক্ষের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে তা হাতাহাতি তে রূপ নেয়।

এরই প্রেক্ষিতে সারারাত বরপক্ষকে আটকে রাখে কনেপক্ষ। এরপর শনিবার দুপুরে দুই পক্ষের চেয়ারম্যান-মেম্বারের উপস্থিতিতে কনের তালাক হয় এবং ছেলেপক্ষের কাছ থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password