আ’লীগের দু'পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশের রাবার বুলেট

আ’লীগের দু'পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশের রাবার বুলেট

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। লাঠিসোটা নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাজনগর উপজেলা এলাকায় মিছিল দেয়া নিয়ে উপজেলা চেয়ারম্যান শাহাজান খান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিছবাহুদ্দৌজা ভেলাই সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় একপক্ষ অপরপক্ষের দিকে ইটপাটকেল ছোড়ে। লাঠিসোটা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় উপজেলা যুবলীগ সভাপতি ময়নু খানসহ উভয়পক্ষে অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে রাজনগর থানা পুলিশের পাশাপাশি জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় প্রায় ২০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু রাবারবুলেট ও টিয়ারশেল ছোড়া হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password