নোয়াখালীতে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ

নোয়াখালীতে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ

নোয়াখালীতে লকডাউনের দায়িত্ব পালন করার সময় সাইদুল ইসলাম পিলক (২০) ও ইব্রাহিম খলিল রুবেল (২৫) নামের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি দেশি এলজি বন্দুক ও দু’টি কার্তুজ জব্দ করা হয়।বুধবার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়ন পরিষদ অফিসের পুর্ব পাশের তিন রাস্তার মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বুধবার বিকেলে অস্ত্র আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।গ্রেফতার পিলক সেনবাগের ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের পুর্ব মোহাম্মদপুর গ্রামের সৈয়দ মেস্ত্রী বাড়ির শহীদ উল্যাহর ছেলে ও রুবেল বেগমগঞ্জের ১৬নং কাদিরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পুর্ব ঘাটলা গ্রামের তেলী বাড়ির আবুল খায়েরে ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার পিপিএম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন ও সহকারি পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী, আরো অস্ত্রের সন্ধানে পুলিশ তাদের ১৬নং কাদিরপুর ইউনিয়নের মেম্বার টেকের আস্তানায় হানা দেয়।এসময় অভিযানের খবর পেয়ে অপর সন্ত্রাসী সেনবাগের পুর্ব মোহাম্মদ পুরের ফখরুল (২৫) ও ফকির (২০) পালিয়ে যায়। তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password