সিলেটে চোরাইমাল উদ্ধার সহ ০২জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

সিলেটে চোরাইমাল উদ্ধার সহ ০২জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরে বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানী লিমিটেড সম্প্রসারণ কাজ করছে। উক্ত কোম্পানীর কনস্ট্রাকশন কাজের জন্য এয়ারপোর্ট থানাধীন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর এর অভ্যন্তরে চায়না কোম্পানীর সম্প্রসারন এলাকার চায়নাদের থাকার নির্মাণাধীন বিল্ডিং এর সামনে কোম্পানীর ক্যাবল ও রড রক্ষিত ছিল।

১২/০৭/২০২১খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৪.২০ ঘটিকার সময় আসামী ১। মোঃ জুয়েল আহমদ (১৯), পিতা-আব্দুর নুর @ পাগলা নুর, সাং-মংলিপাড়, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ২। আনোয়ার হোসেন আনু (২৫), পিতা-হাবিব মিয়া @ হবি মিয়া, সাং-লুসাইন, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৩। রাজন মিয়া (২৪), পিতা-ছালেক মিয়া, সাং-আহমদ হাউজিং, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৪। নয়ন মিয়া (৩২), পিতা-আশিক আলী, সাং-বড়শালা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৫। কামাল মিয়া (৩৫), পিতা-অজ্ঞাত, সাং-বাড়শালা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটগণ উক্ত কোম্পানীর সীমানায় অনধিকার প্রবেশ করে এয়ারপোর্ট থানাধীন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দর এর অভ্যন্তরে চায়না কোম্পানীর সম্প্রসারন এলাকার চায়নাদের থাকার নির্মাণাধীন বিল্ডিংয়ের সামনে কোম্পানীর রক্ষিত রডের টুকরা থেকে অনুমান ৪০(চল্লিশ) কেজি রডের টুকরো, যাহার মূল্য অনুমান ২,৮০০/-টাকা চুরি করে নিয়ে যাওয়ার সময় চায়না কোম্পানীর নাইট গার্ডরা তা দেখে ফেলে।

তখন নাইট গার্ডরা চোর চোর বলে চিৎকার করলে বিমানবন্দরের পরিচালকের বাংলোতে কর্তব্যরত আনসার সদস্য আইডি নং/৮৫২৩২ বিল্লাল হোসেন এগিয়ে এসে চোরদের ধাওয়া করে ১নং বিবাদী মোঃ জুয়েল আহমদ (১৯) কে আটক করেন ঐসময় ২, ৩, ৪ ও ৫নং বিবাদীরা চোরাইকৃত রডের টুকরো নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।

অতঃপর আটককৃত বিবাদীকে জিজ্ঞাসাবাদ করলে সে তার উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ ও পলাতক বিবাদীদের নাম ঠিকানা প্রকাশ করা সহ গত ০১/০৭/২০২১খ্রিঃ তারিখ রাত্রিবেলায় বর্ণিত বিবাদীগণ বিমানবন্দরের কার্গো ভবন সাব-ষ্টেশন থেকে ১৫০ মিটার ক্যাবল, যার মূল্য অনুমান ৫০,০০০/-টাকা এবং গত ০৬/০৭/২০২১খ্রিঃ তারিখ রাত্রিবেলায় পাওয়ার হাউজ এর পিছন থেকে ৩২০ মিটার ক্যাবল, যার মূল্য অনুমান ১,০৬,৫৮৬/-টাকা চুরি করেছে মর্মে স্বীকার করে। জিজ্ঞাসাবাদে ১নং বিবাদী মোঃ জুয়েল আহমদ আরো জানায় যে, বর্ণিত চোরাই মালামাল ৬নং আসামী রুস্তম আলীর নিকট বিক্রয় করেছে।

ধৃত বিবাদীর স্বীকারোক্তির ভিত্তিতে ১নং বিবাদী মোঃ জুয়েল আহমদকে সাথে নিয়ে মোঃ আব্দুল মতিন (৪৪), পিতা-মৃত ফয়েজ উদ্দিন, সাং-চকরাজাপুর, থানা-মান্দা, জেলা-নওগা, বর্তমানে প্লাটুন কমান্ডার, আনসার ক্যাম্প, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট ও সাক্ষী ১। আইডি নং/৮৫২০৪ আক্তারুজ্জামান (আনসার সদস্য), ২। ফেরদৌস ( ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের সহকারী পরিচালকের ড্রাইভার), উভয়েই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট সহ বড়শালা নয়াবাজারস্থ ৬নং বিবাদীর দোকানে যেয়ে কোম্পানীর অনুমান ৪০(চল্লিশ) কেজি রডের টুকরো দেখতে পেয়ে তা ১২/০৭/২০২১খ্রিঃ তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় উদ্ধার করতঃ ৬নং বিবাদী রুস্তম আলী(৫০) কে আটক করলে জিজ্ঞাসাবাদের জন্য বিমানবন্দরে অভ্যন্তরে আনসার ক্যাম্পে নিয়ে আসে।

আটককৃত বিবাদীদের নিকট হতে চোরাই যাওয়া মালামাল উদ্ধারের বিষয়টি আনসার এর প্লাটুন কমান্ডার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতঃ উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে থানা পুলিশকে সংবাদ দিলে, থানা পুলিশ আনসার ক্যাম্পে গেলে পুলিশের সহায়তায় ধৃত আসামীদ্বয় ও উদ্ধারকৃত মালামাল সহ থানায় এসে উক্ত আনসার এর প্লাটুন কমান্ডার এজাহার দায়ের করলে এয়ারপোর্ট থানার মামলা নং-১৫, তাং-১২/০৭/২০২১খ্রিঃ, ধারা-৪৪৭/৩৭৯/৪১১ পেনাল কোড রুজু হয়। মামলা তদন্ত অব্যাহত আছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password