পলাশে বিভিন্ন অপরাধে পুলিশের হাতে ২৬ জন গ্রেফতার

পলাশে বিভিন্ন অপরাধে পুলিশের হাতে ২৬ জন গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী'র পলাশ থানা পুলিশ প্রিভেন্টিভ গ্রেফতার-২০ জন ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী গ্রেফতার-৬ জন সহ সর্বমোট গ্রেফতার-২৬ জন আসামী গ্রেফতার করেছেন। পলাশ থানার অফিসার ইনচার্জ নির্দেশে এসআই মোঃ আজাদ হোসেন, মোঃ সাইদুর রহমান ও মোঃ আসাদ মিয়া এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয় ।

গ্রেফতারকৃত হলেন ১। মো: কাউসার মিয়া (৪০) ২। মো: আমজাদ মিয়া (৩৫) ৩। মো: চান মিয়া (৫৫) ৪। মো: মাসুম মিয়া (২০) ৫। সোহেল (২২) ৬। সবুজ মিয়া(১৯) ৭। সোহাগ (২২) পিতা-বশির উদ্দিন ৮। মো: ইসমাইল (২৩) ৯। জিয়াউল হক জিয়া (২২) ১০। রানা (২২) পিতা-বাহার উদ্দিন ১১। হৃদয় মিয়া (২২) পিতা-আতশ আলী ১২। মিরাজ (২১) পিতা-দুলাল মিয়া সাং-টাওয়াদী ১৩। নাহিদ হাসান (১৮) ১৪। মো: নকিব মিয়া ১৫। শাকিল (২৩) ১৬। মাজাহার (৩০) ১৭। মো: আক্তার হোসেন (৩৫) কবির মিয়া ১৮। রফিকুল ইসলাম (১৮) পিতা-আলম মিয়া ১৯। ফারদিন ভ‚ইয়া (২২) পিতা-শরিফ উদ্দিন ভ‚ইয়া ২০। সাজ্জাদ হোসেন (২৩) পিতা-হারুন অর রশিদ।

আসামীরা উল্লেখিত স্থানে ধর্তব্য অপরাধ সংগঠনের উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল মর্মে সন্দেহ হওয়ায় তাহাদের ফৌঃকাঃবিঃ আইনের ১৫১ ধারা মোতাবেক গ্রেফতার করা হয়। এসআই মোঃ সাইদুর রহমান, মোঃ ইছমাইল হোসেন ও শাহ আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ১। হৃদয় (৩৫) ২। মোসা: মমতাজ ৩। মো: হানিফ, ৪। মো: সজিব ৫। সোহেল ৬। মাসুদ রহমান @ মানিক মিয়া @ জনি।

গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইল। বুধবার ২৩ মার্চ পলাশ থানা ভারপ্রান্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, এধরনের অপরাধীদের আটক করে আইনের আওতায় আনতে নিয়মিত এই অভিযান অব্যহত থাকবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password