নৌকার পক্ষে কাজ করায় মুক্তিযোদ্ধাকে পেটাল ইউপি সদস্য

নৌকার পক্ষে কাজ করায় মুক্তিযোদ্ধাকে পেটাল ইউপি সদস্য

বরিশালের হিজলা উপজেলায় আব্দুল খালেক সিকদার নামে এক মুক্তিযোদ্ধাকে মারধর করেছেন স্থানীয় ইউপি সদস্য। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় বৃহস্পতিবার রাত ৯টায় বন্দর এলাকায় তাকে মারধর করে জামা ছিঁড়ে ফেলেন হরিনাথপুর ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আজিজুল হক মুন্না।ঘটনার শিকার মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সিকদার জানান, তিনি হরিনাথপুরে নৌকার চেয়ারম্যান প্রার্থী আ. লতিফ খানের পক্ষে কয়েক দিন ধরে গণসংযোগ করছেন। বৃহস্পতিবার নির্বাচন স্থগিত হলে রাতে হরিনাথপুর বন্দরে যান।

এ সময় প্রতিপক্ষ ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আজিজুল হক মুন্না এসে তাকে গালিগালাজ করেন। একপর্যায়ে তার পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেলেন। মুন্না আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী তৌফিকুর রহমানের সমর্থক।

৬নং ওয়ার্ড ইউপি সদস্য আজিজুল হক মুন্না দাবি করে বলেন, আমি মুক্তিযোদ্ধা খালেককে লাঞ্ছিত বা মারধর করিনি। বরং তার ছেলেরা আমার ওপর ওই রাতে হামলা করেছেএ ব্যাপারে হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সিকদার নামে একজনকে লাঞ্ছিত করার খবর শুনেছেন। তবে মারধর করার কোনো তথ্য তার কাছে নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password