পরীমণির জামিনের বিষয়ে শুনানি আগামী ১৮ আগস্ট

পরীমণির জামিনের বিষয়ে শুনানি আগামী ১৮ আগস্ট

আগামী বুধবার (১৮ আগস্ট) পরীমণির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। আজ পরিমণির আইনজীবী মুজিবুর রহমান এর করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির জন্য এই তারিখ ধার্য করেন আদালত।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট পরীমণির বিরুদ্ধে মাদকের মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয়। এইদিনও পরিমণির আইনজীবী মুজিবুর রহমান এর করা জামিন আবেদনে সারা দেননি ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালত। উভয়পক্ষের করা শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। এরপর র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে বনানী থানায় পরীমণির বিরুদ্ধে মামলা করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password