পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম নারীঘটিত মামলায় আবারো ফাঁসছেন

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম নারীঘটিত মামলায় আবারো ফাঁসছেন

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম আবারো নারীঘটিত মামলায় ফাঁসতে যাচ্ছেন। এক বছর আগে হঠাৎ করেই তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছিলেন এক নারী। সেই অভিযোগের সূত্র ধরে বাবরের বিরুদ্ধে মামলা করতে ফেডারেল তদন্ত এজেন্সিকে (এফআইএ) নির্দেশ দিয়েছে লাহোর আদালত।

বাবরের বিরুদ্ধে গত বছর হামিজা মুক্তার নামের এক নারী প্রতারণা ও নির্যাতনের মামলা করেছিলেন। বাবরকে বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা প্রদানসহ বাবরের সঙ্গে সম্পর্কের কথাও প্রকাশ্যে বলেছিলেন তিনি। সেসব প্রমাণসহ মামলার আবেদনও করেছিলেন এই পাকিস্তানি নারী। কিন্তু সে সময় বাবরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বরং এক পর্যায়ে স্থগিত হয়ে যায় মামলাটি।

হামিজা অভিযোগ করেছিলেন, তাকে নানাভাবে হুমকি দিচ্ছেন বাবর। হামিজাকে হুমকি দেয়া সেই ফোন নাম্বার নিয়ে তদন্ত করা হলে দেখা যায় নাম্বারটি বাবরের নামেই রেজিস্ট্রেশন করা। সে সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ থাকায় এবং পরে পিএসএলে খেলতে বাবর জৈব সুরক্ষা বলয়ে থাকায় প্রাথমিক শুনানি স্থগিত করা হয়। 

বাবরের বিরুদ্ধে প্রমাণ পাওয়ায় বিচারক হামিদ হুসেন বৃহস্পতিবার এফআইএকে দোষীদের বিরুদ্ধে মামলা করতে নির্দেশ দিয়েছে লাহোর আদালত। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য বাবরকে হাজির হতে তলব করা হয়েছিল। কিন্তু এফআইএতে যাননি তিনি। বাবরের বদলে তার ভাই ফয়সাল আজম হাজির হয়ে আরো সময় চেয়েছিলেন।

লাহোর আদালত বাবরের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিলেও তার পরিবার দাবি করেছে তারা এখনো কোনো সমন পাননি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবেন বলেও জানিয়েছিলেন তারা।

মন্তব্যসমূহ (০)


Lost Password