বেনাপোল দিয়ে অক্সিজেন আমদানি চালু থাকবে ঈদের ছুটিতেও

বেনাপোল দিয়ে অক্সিজেন আমদানি চালু থাকবে ঈদের ছুটিতেও

বেনাপোল দিয়ে অক্সিজেন আমদানি চালু থাকবে ঈদের ছুটিতেও এই কুরবানী ঈদের ছুটিতেও বেনাপোল-পেট্রাপোল সীমান্ত বন্দর দিয়ে চালু থাকছে অক্সিজেন আমদানি কাজ। আজ মঙ্গলবার (২০ জুলাই২০২১) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল সীমান্তবর্তী কাস্টমস হাউজের উপ কমিশনার অনুপম চাকমা।

তিনি জানান, এই ঈদুল আজহায় বেনাপোল-পেট্রাপোল সীমান্ত বন্দর ৪ দিন বন্ধ থাকছে। তবে দেশে করোনা মহামারি সংক্রমণ বেড়ে যাওয়াতে অক্সিজেনের চাহিদাও অনেক গুণ বেড়েছে। এই জন্য অক্সিজেন চাহিদা মেটাতে অক্সিজেন সরবরাহের জন্য বন্ধের মধ্যেও অক্সিজেন আমদানি সচল থাকবে বলে জানানো হয়েছে।

তিনি আরও জানিয়েছেন,অক্সিজেন আমদানিকারকরা যাতে অক্সিজেন দ্রুত খালাস নিতে পারেন সে জন্য কাস্টমস কর্মকর্তাদের দুটি টিম প্রস্তুত করে রাখা হয়েছে। যশোর বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মোঃ মামুন কবির তরফদার জানিয়েছেন, অক্সিজেনসহ জরুরি যেসব পণ্য আমদানি করে থাকেন তারা চাইলে এসব পণ্য ঈদের ছুটির বন্ধের মধ্যেও আমদানি ও বন্দর থেকে খালাস করতে পারবে।

এই সব পণ্য যেন দ্রুত খালাস নিতে ও দিতে পারে সে জন্য আমদানিকারকদের সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password