মান্দার জোতবাজার এলাকায় পাড়া-মহল্লায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন

মান্দার জোতবাজার এলাকায় পাড়া-মহল্লায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন

বিশ্বকাপের জ্বরে কাঁপছে গোটা বাংলাদেশ। তেমনি মান্দা উপজেলার সব জায়গায় চলছে ফিফা বিশ্বকাপ ২০২২ ফুটবল খেলা দেখার জন্য বড় পর্দার আয়োজন।

রোববার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে জোতবাজার, গোয়াল মান্দা, সহ আশেপাশের কয়েকটি পাড়া-মহল্লায় ঘুরে দেখা গেছে ক্রীড়াপ্রেমিরা বড় বড় পর্দা ও সাউন্ডবক্স, ও প্রজেক্টর নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সন্ধ্যা থেকে থেকে সবাই এক জায়গায় মিলিত হয়ে খেলা দেখার জন্য অপেক্ষা করছেন।

বিশ্বকাপ উপলক্ষে পাড়া-মহল্লার বিভিন্ন ক্লাবগুলো পিকনিকের আয়োজন করতে দেখা গেছে। তেমনি জোতবাজার এলাকার স্হানীয় লোকদের সহযোগিতায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। সেখানে ক্রীড়াপ্রেমীরা দাঁড়িয়ে বা বসে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করছেন।

বড় বড় পর্দায় খেলা দেখতে আসা এক ব্যক্তি বলেন, ফুটবল খেলা আমাদেরকে আনন্দ দেয়। আগে ফুটবল খেলা বড় পর্দায় দেখার জন্য অনেক দূরে হেঁটে যেতাম। সেই নেশা থেকেই খেলা দেখার জন্য এসেছি। বড় পর্দায় খেলা দেখে খুব ভালো লাগে।

মন্তব্যসমূহ (০)


Lost Password