সন্ত্রাসীদের হামলায় এক ব্যবসায়ীর মৃত্যু

সন্ত্রাসীদের হামলায়  এক ব্যবসায়ীর মৃত্যু

যশোর প্রতিনিধি ঃ- যশোরের অভয়নগরে আলমারির চাবি না পেয়ে মা স্ত্রী ও মেয়ের সামনেই ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে একদল মুখোশধারী সন্ত্রাসী। সোমবার ভোরে ওই উপজেলার চলিশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেবাশীষ কুমার সরকার সঞ্জয় কাঠের ব্যবসা করতেন। তাকে বাঁচাতে গিয়ে মা মিনতি সরকার, স্ত্রী নিপা সরকার ও মেয়ে দেবিকা সরকার গুরতর আহত হয়েছেন। নিপা সরকারকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

চলিশিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাদির হোসেন মোল্যা জানান, ভোর রাতে ৫ ৭জন মুখোশধারী সন্ত্রাসী সঞ্জয়ের বাড়িতে প্রবেশ করে। তারা সঞ্জয়ের কাছে আলমারির চাবি চাইলে সে দিতে অস্বীকৃত জানায়। ওই সময় তাকে লোহার রড দিয়ে পেটায় সন্ত্রাসীরা। সঞ্জয়কে বাঁচাতে বাকি তিনজন ছুটে এলে তাদেরও পিটিয়ে গুরুতর আহত করা হয়। এক পর্যায়ে আহতদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

অভয়নগর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, প্রতিবেশীরা আহতদের উপজে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই ব্যবসায়ী সঞ্জয়ের মৃত্যু হয়। তার স্ত্রী নিপা সরকারকে উন্নত চিকিৎসার জন্য খুমেকে পাঠানো হয়েছে। বাকি দুইজনকে উপজেলা হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে। ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  সঞ্জয় সন্ত্রাসীদের কাউকে চিনে ফেলেছিলেন, এ কারণে তাকে হত্যা করা হয়েছে। চুরি নাকি ডাকাতির উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password