নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতিকে মুঠোফোনে হত্যার হুমকি

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতিকে   মুঠোফোনে হত্যার হুমকি

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিমকে মুঠোফোনে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় খায়রুল আনম সেলিমের মুঠোফোনে একটি অপরিচত নম্বর থেকে ফোন করে এ হুমকি দেয়া হয়।একইদিন রাত ১০টায় এ এইচ এম খায়রুল আনম সেলিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, ‘একটি নম্বর থেকে আমার ফোনে কল আসে। ফোনে বলা হয়, আমাকে, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে হত্যা করা হবে। কারণ আমরা নোয়াখালীর ডিসি ও এসপিকে বাঁচানোর চেষ্টা করছি। এরপর আর কোনো কথা না বলে সংযোগ কেটে দেয়’।তিনি আরো বলেন, এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হকের বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password