সেনা সরকারকে সহিংসতা বন্ধের আহ্বান মিয়ানমারের বৌদ্ধ গোষ্ঠীর

সেনা সরকারকে সহিংসতা বন্ধের আহ্বান মিয়ানমারের বৌদ্ধ গোষ্ঠীর

মিয়ানমারেরসবচেয়ে প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষু সমিতি দেশটিতে সেনা অভ্যুত্থানবিরোধী প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের জন্য সামরিক জান্তার প্রতি আহ্বান জানিয়েছে। গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে নিরপরাধ বেসামরিকদের হত্যা ও নির্যাতনের জন্য সমিতি ‘সশস্ত্র সংখ্যালঘুদের’ দায়ী করেছে বলে এক খসড়া বিবৃতি সূত্রে এ খবর জানায়।

আগামীকাল বৃহস্পতিবার পরামর্শক্রমে এ বিষয়ে চূড়ান্ত বিবৃতি দেওয়া হবে বলে জানা গেছে। মিয়ানমারে ভিক্ষুদের আন্দোলন করার দীর্ঘ ইতিহাস রয়েছে। ২০০৭ সালে সেনা শাসনের বিরুদ্ধে ‘গেরুয়া বিপ্লবে’ তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মিয়ানমারে গণতান্ত্রিক সংস্কারের গতি বাড়াতে ‘গেরুয়া বিপ্লব’ ভূমিকা রেখেছিল, তবে ওই ধারা থমকে গেছে গত মাসের সামরিক অভ্যুত্থানের কারণে।

এদিকে, মিয়ানমারে সামরিক বাহিনীর অভ্যুত্থানের পর থেকে নারী-শিশুসহ এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৩৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার বিক্ষোভকারীদের ওপর সহিংস দমনপীড়ন চালানোর কঠোর নিন্দা জানিয়েছে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক।

সূত্র : মিয়ানমার নাও।

মন্তব্যসমূহ (০)


Lost Password