সিলেটে মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ০১ ছিনতাইকারী আটক

সিলেটে মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ০১ ছিনতাইকারী আটক

১৬ তারিখ, শুক্রবার সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি সফল অভিযানের বিবৃতি পাঠকদের উদ্দেশ্যে দেওয়া হলোঃ

গত ১৪/০৭/২০২১খ্রিঃ রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় জাকির হোসেন (২২), পিতা-দিলাল আহমদ, সাং-ছবদলপুর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট তার বিদেশে যাওয়ার জন্য জমানো ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা নিয়া বাড়ি হতে তার চাকুরীস্থল সিলেটে যাওয়ার জন্য জালালপুর বাজারে একটি সিএনজিতে ওঠে। উক্ত সিএনজি অটোরিক্সাটি জালালপুর বাজার হতে একটু সামনে চন্ডিপুল যাওয়ার পথে বাজার সংলগ্ন রাস্তার পাশে পূর্ব হতে সিএনজি অটোরিক্সা চালকের সাথে পরিকল্পিত ভাবে আরো ০৩ (তিন) জন যাত্রী বেশে ছিনতাইকারী উঠে। যাত্রী বেশে ছিনতাইকারী ০৩(তিন) জন সিএনজি অটোরিক্সা উঠার পর ১৪/০৭/২০২১খ্রিঃ রাত অনুমান ১১:২০ ঘটিকায় সিএনজি অটোরিক্সাটি জালালপুর টু চন্ডিপুল গামী সড়কের টিকরপাড়া সাকিনের রহমান বাজারস্থ পাকা রাস্তার উপর সিএনজি অটোরিক্সা চালক গাড়ীটি থামিয়ে অটোরিক্সা চালক তার সহযোগী অন্যান্য ০৩ (তিন) জন তাদের সাথে থাকা চাকু বের করে জাকির হোসেনকে টাকা দেওয়ার জন্য ভয় দেখালে সে টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় দুষ্কৃতিকারীরা চাকু দিয়া তাকে আঘাত করে আহত করে আতংক সৃষ্টি করে তার সাথে থাকা নগদ ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা এবং তার ব্যবহৃত একটি ওয়ালটন মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।

সংবাদ পেয়ে থানা পুলিশ স্থানীয় জনগনের সহায়তায় ছিনতাইকারী কামিল আহমদ (১৯), পিতা-হেকিম আলী, মাতা-ছায়া বেগম, সাং-তুরকখলা (সুড়িগাঁও) থানা-মোগলাবাজার, জেলা-সিলেটকে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাসহ আটক করে থানায় নিয়ে আসেন। জাকির হোসেনের পিতার অভিযোগের প্রেক্ষিতে মোগলাবাজার থানার মামলা নং-১০, তারিখ-১৫/০৭/২০২১খ্রিঃ , ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০১৯ এর ৪/৫ রুজু হয়। ধৃত ছিনতাইকারীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password