নিখোঁজ নাকি গুম আবু ত্ব-হা তিনদিনেও মেলেনি হদিস

নিখোঁজ নাকি গুম আবু ত্ব-হা তিনদিনেও মেলেনি হদিস

নিখোঁজ নাকি গুম আবু ত্ব-হা ও গুমের রহস্যভেদে সরকারের অনীহাগত। বৃহস্পতিবার গভীর রাত থেকে একজন তরুণ—মো. আফছানুল আদনান, যিনি আবু ত্ব-হা মোহাম্মদ আদনান নামে পরিচিত নিখোঁজ। তাঁর সঙ্গে গাড়িচালকসহ অপর দুই সঙ্গীর হদিসও মিলছে না বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে।

ইতিমধ্যেই তিন দিনের বেশি পার হয়ে গেছে এখনো কোনও হদিস মেলেনি। তাঁর ‘নিখোঁজ’ হওয়ার কারণ জানা যায়নি এবং তাঁকে উদ্ধারের জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ ধরনের ‘নিখোঁজ’ হওয়ার সংবাদ উদ্বেগ ও শঙ্কার জন্ম দেয় তা সবিস্তারে বলা দরকার নেই।

জানা যায়, নিখোঁজ হওয়া আবু ত্ব-হা তাঁর মা আজেদা বেগম একটি মামলা দায়ের করেছেন। ‘আজেদা বেগম বলেন, আদনান কোনো রাজনীতি বা কোনো ধর্মীয় সংগঠনও করেন না। আশা করি, আদনান গুমের শিকার হননি এবং তিনি শিগগিরই ফিরে আসবেন। কিন্তু সময় যতই যাচ্ছে, ততই এ আশঙ্কা ঘনীভূত হচ্ছে যে আদনান গুমের শিকার হয়েছেন। তিনি স্বেচ্ছায় পালিয়ে আছেন বলে মনে করার কোনো কারণ পাওয়া যাচ্ছে না।

এখন প্রশ্ন হচ্ছে, এ ধরনের অবস্থা আর কত দিন অব্যাহত থাকবে? একজন নাগরিক সহজেই নিখোঁজ হচ্ছেন এবং তাঁদের বিষয়ে সরকারের কোনো ধরনের উদ্বেগ নেই। সরকার যেহেতু দাবি করে যে বাংলাদেশে সংঘটিত ‘নিখোঁজ’ হওয়ার ঘটনাগুলোর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই, তাহলে কেন বাংলাদেশে সরকার নিরপেক্ষ তদন্তের ব্যাপারে অনাগ্রহী? এ বিষয়ে সরকারের কাছে আন্তর্জাতিক কোনো সংস্থা অনুরোধ জানালে সরকার তার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না।

মন্তব্যসমূহ (০)


Lost Password