প্রিয় ক্লাবের সঙ্গে এমন বিচ্ছেদে ভীষণ কষ্ট পেয়েছেন মেসি

প্রিয় ক্লাবের সঙ্গে এমন বিচ্ছেদে ভীষণ কষ্ট পেয়েছেন মেসি

লিওনেল মেসি চেয়েছিলেন সম্পর্কটা টিকে থাকুক। চেয়েছিল বার্সেলোনাও। কিন্তু আগের বোর্ডের অধীনে বার্সেলোনার আর্থিক অবস্থার এমনই দৈন্যদশা যে, মেসির চুক্তি নবায়ন সম্ভব হচ্ছে না। বার্সা কাল আনুষ্ঠানিকভাবেই সেটি জানিয়ে দিয়েছে। বিচ্ছেদের যন্ত্রণা কেমন? এই মুহূর্তে প্রশ্নটার উত্তর সবচেয়ে ভালো হয়তো দিতে পারবেন লিওনেল মেসি। বার্সেলোনার সঙ্গে তার সম্পর্কটা তো আর এক-দুই দিনের না। দুই দশকেরও বেশি সময় কাটিয়েছেন ক্লাবটিতে। কেবল সময় কাটানোর ব্যাপারই না, শৈশব থেকে এখানেই বেড়ে উঠেছেন আর্জেন্টাইন তারকা।

বার্সেলোনা আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানালেও মেসি এখনো মুখ খোলেননি। হতাশ বার্সা সমর্থকেরা জানতে চাইছেন মেসির বক্তব্য; তার অনুভূতি। স্প্যানিশ দৈনিক 'স্পোর্ত' জানিয়েছে, মেসি এখন কোনো বক্তব্য দেবেন না। এমনকী কোনো সাক্ষাতকারও সম্ভবত দেবেন না। তিনি মানসিকভাবে খুব কষ্টে আছেন। প্রিয় ক্লাবের সঙ্গে এমন বিচ্ছেদ তিনি মেনে নিতে পারছেন না। মেসি নাকি স্বপ্নেও ভাবেননি যে, বার্সার সঙ্গে তার চুক্তি নবায়নের আলোচনার এমন পরিসমাপ্তি ঘটবে।

আজ মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করার বিষয়ে বার্সার বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তা সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। গত ৩০ জুন বার্সার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল মেসির। তখনও শোনা গিয়েছিল, মেসির সঙ্গে চুক্তি নবায়ন হচ্ছে। আরও শোনা গিয়েছিল, বার্সাকে সাহায্য করতে বেতন অর্ধেক কমিয়েও নেবেন বার্সা অধিনায়ক। এত কিছুর পরেও আর বার্সাতে থাকা হলো না মেসির। অবশেষে ২১ বছরের সম্পর্কটা শেষ হলো। সব মিলিয়ে কতদিন জানেন? ৭ হাজার ৫৪০ দিন। মেসি-বার্সেলোনার সম্পর্কের বিচ্ছেদ।

মন্তব্যসমূহ (০)


Lost Password