মেডিকেলের প্রশ্ন ফাঁস: ১৪ জনের বিরুদ্ধে মামলা

মেডিকেলের প্রশ্ন ফাঁস: ১৪ জনের বিরুদ্ধে মামলা

মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি থানায় সিআইডি বাদী হয়ে মামলাটি করেছে।

রাতেই বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান। মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রশ্ন ফাঁসের ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

এ ১৪ জনের ১৩৫ ব্যাংক অ্যাকাউন্টে এখন পর্যন্ত ৬৫ কোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে সিআইডি। যদিও অর্থ পাচার আইনে হওয়া মামলায় ১০০ কোটি টাকা অবৈধভাবে আয়ের উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে তাদের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

যদিও অপরাধীরা তাদের এসব ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইতোমধ্যে ৬৪ কোটি টাকা তুলে ফেলেছেন। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁসের মামলা তদন্ত করতে গিয়ে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সন্ধান পায় সিআইডি।

মন্তব্যসমূহ (০)


Lost Password