বাংলাদেশকে টিকা না দেওয়ায় মোদিকে সরাসরি কটাক্ষ মমতার।

বাংলাদেশকে টিকা না দেওয়ায় মোদিকে সরাসরি কটাক্ষ মমতার।
MostPlay

 যে দেশ আমাদের সবচেয়ে ভালো বন্ধু ছিল, সেই দেশও আজ টিকা নিয়ে প্রতিশ্রুত না রাখায় আমাদের বিপক্ষে চলে গেল? এতে আমাদের দেশেরই বদনাম হচ্ছে, আপনার ভাবা উচিত। ব্রাজিলে আমাদের দেশের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এটা সার্বিকভাবে দেশের অপমান। বাংলাদেশকেও টিকা সময়মতো দিতে পারল না। ওরা চীন থেকে টিকা নিয়ে এলো।” এভাবেই মোদিকে টিকা প্রসঙ্গে কটাক্ষ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ।

বিভিন্ন দেশের কাছে টিকার জোগানে কেন্দ্রীয় সরকার টালবাহানা করায় দেশের মাথা হেঁট হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দেশবাসীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে করোনা রুখতে অর্থের বিনিময়ে বাংলাদেশ তিন কোটি কোভিশিল্ড টিকা নেওয়ার চুক্তি করেছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের অনেক পরে ভারত সরকার মাত্র ৭০ লাখ টিকা পাঠিয়ে থমকে যায়। বাকিটা পাওয়ার আশা না করেই বাংলাদেশ সরাসরি ভারতের প্রবল প্রতিদ্বন্দ্বী চীন থেকে টিকা নিয়ে এসেছে। টিকার বণ্টন নিয়েও কেন্দ্রীয় সরকার ঘৃণ্য রাজনীতি করছে বলেও ধারণা মমতার।

মন্তব্যসমূহ (০)


Lost Password