বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের কারণে দেশের বিভিন্নস্থানে ভারি থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সাগরও রয়েছে উত্তাল। সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে নতুন করে বাড়ছে নদ-নদীর পানি। এতে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে।

সৃষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে। এ অবস্থা আজ থেকে ৪ জুলাই পর্যন্ত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টির পরিমাণ বেড়েছে । দেশের সব বিভাগেই বৃষ্টি হচ্ছে । আজও সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে তারা।

আবহাওয়া অফিস বলছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আগামী সোমবার ও মঙ্গলবার সারাদেশের সব বিভাগেই বৃষ্টি হতে পারে। এসময় দেশের তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে। পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা জানিয়ে তিনি বলেন, বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ রোববার (৩০ জুন) থেকে।

সকাল থেকে রাজধানীতে শুরু হওয়া গুড়ি গুড়ি বৃষ্টিতে অভ্যন্তরীণ সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থী ও অফিসগামী মানুষরা। অন্যদিকে, চট্টগ্রামেও আজ সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে জলাবদ্ধতা ও পাহাড়ধসের আশঙ্কা তৈরি হয়েছে। নগরের বেশ কিছু স্থানে অল্প পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় যানবাহনের গতি কমে গেছে। ফলে সেসব স্থানে যানজট তৈরি হয়েছে।

বৃষ্টি ও যানজটের কারণে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষে প্রবেশ করার নির্দেশনা থাকলেও অনেক শিক্ষার্থী সাড়ে ৯টার মধ্যে হলে প্রবেশ করতে পারেনি। কিন্তু, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই হলে প্রবেশ করতে হবে, শিক্ষা বোর্ডগুলো এমন নির্দেশনা দিয়ে রেখেছে আগেই। তবে অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের পরে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্বের কারণ একটি রেজিস্টারে লিখে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password