প্রেম নাকি পারিবারিক, কোন বিয়ে বেশি সুখের হয়?

প্রেম নাকি পারিবারিক, কোন বিয়ে বেশি সুখের হয়?

বিয়ে একটি সামাজিক বন্ধন। যা দুটি মানুষ ও পরিবারকে এক সুতোয় বাঁধে। দুইভাবে মানুষ এই বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন। প্রথমত প্রেমের, আর পরেরটি পারিবারিক বিয়ে। প্রেমের বিয়েতে দুজন দুজনের মধ্যে আগে থেকেই চেনা-জানা থাকে। এর ফলে বিবাহিত জীবনে অনেক জড়তাই দ্রুত কাটিয়ে তোলা সম্ভব হয়। কিন্তু পারিবারিক বিয়েতে ঠিক এর উল্টো হয়ে থাকে।

যদিও বিয়ে নিয়ে অনেকের অনেক ধারণা রয়েছে। কেউ বলেন প্রেমের বিয়ে টিকে না, আবার কেউ কেউ বলেন পারিবারিক বিয়েতে সুখ হয় না। কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন যে, প্রেম এবং পারিবারিক দুই বিয়েতেই বিচ্ছেদ হয়ে থাকে। তাই কোন বিয়েতে সুখ হবে তা কেউ নির্দিষ্ট করে বলতে পারবেন না।  

যেভাবেই বিয়ে হোক না কেন সুখী দাম্পত্য জীবন উপভোগ করতে কয়েকটি টিপস জেনে রাখা খুব জরুরি। চলুন তবে জেনে নেয়া যাক এমন কিছু টিপস যা আপনাকে বিবাহিত জীবনে সুখী করবে-

>> সম্বন্ধ করে বিয়ে করছেন? চিন্তার কিছু নেই, বিয়ের আগে কয়েক বছর চুটিয়ে প্রেম করুন। এতেই বুঝতে ও চিনতে পারবেন পরস্পরকে। এর ফলে ধারণাও পাবেন যে, বিয়ের পরে আপনাদের সম্পর্কটা কেমন হবে।

>> দু’জন আলাদা মানুষ যখন একসঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন, তখন পরস্পরের পছন্দ-অপছন্দ মেনে নিয়ে চলতে হয়। একে অন্যেকে খুব ভালোভাবে চিনে-জেনে বিয়ে করলেও মনে রাখা জরুরি, আপনি যেমন আপনার সঙ্গী তেমন নাও হতে পারেন!

>> লাভ ম্যারেজের ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মাথায় রাখা জরুরি। সেটি হচ্ছে বিয়ের আগে ও পরে পরিস্থিতি বদলায়। বিয়ের আগে যে প্রেমিক আপনাকে সারাদিন ফোন করত, বিয়ের পর সে দিনে ২ বার ফোন করবে; তখন বিষয়গুলো মানিয়ে নিন। নইলেই বাধবে কলহ।

>> প্রেমের সময় অনেকেই সঙ্গীকে নানাভাবে সুখী করার স্বপ্ন দেখায়। লাভ ম্যারেজের পর দেখা যায় সেসব আর ঘটে না; তখন সঙ্গী সেগুলো মনে করিয়ে দিয়ে কলহ সৃষ্টি হতে পারে। তাই লাভ ম্যারেজ করার আগে বিষয়গুলো নিয়ে একবার ভেবে দেখবেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password