হ্যাটট্রিক পরাজয়ের পর জয়ে ফিরল লোকেশ রাহুল ক্রিস গেইলরা

হ্যাটট্রিক পরাজয়ের পর জয়ে  ফিরল লোকেশ রাহুল ক্রিস গেইলরা

হ্যাটট্রিক পরাজয়ের পর জয়ে ফিরল পাঞ্জাব কিংস। রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে হারিয়ে জয়ে ফিরল লোকেশ রাহুল-ক্রিস গেইলরা। চলতি আইপিএলে পঞ্চম ম্যাচে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেল পাঞ্জাব। এই জয়ে মুম্বাইকে চার থেকে পাঁচে নামিয়ে সাত নম্ববর পজিশন থেকে চারে উঠে গেলে পাঞ্জাব। অবশ্য জয়ে দিয়েই আইপিএল মিশন শুরু করেছিল পাঞ্জাব কিংস। রাজস্থানকে হারিয়ে শুভ সূচনা করা দলটি এরপর টানা তিন ম্যাচে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হেরে খাদের কিনারায় চলে যায়। 

শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি ১৪তম আসরের ১৭তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৩১/৬ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন অধিনায়ক রোহিত শর্মা। ১৩২ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল। ৭.২ ওভারে ৫৩ রানের জুটি গড়ে ফেরেন মায়াঙ্ক (২৫)। তিনে ব্যাটিংয়ে নামা ক্রিস গেইলকে সঙ্গে নিয়ে সাবধানি ব্যাটিং করে নির্ধারিত ওভারের ১৪ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছেদেন অধিনায়ক লোকেশ রাহুল। দলের জয়ে ৫২ বলে সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার লোকেশ রাহুল। এছাড়া ৩৫ বলে ৪৩ রান করেন ক্রিস গেইল। 

মন্তব্যসমূহ (০)


Lost Password