১৪২ বছরে সর্বাধিক উষ্ণতম মাস এবারের জুলাই

১৪২ বছরে সর্বাধিক উষ্ণতম মাস এবারের জুলাই

বিগত ১৪২ বছরের উষ্ণতার রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা দেখা গিয়েছে এবছরের জুলাই মাসে।সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বৈজ্ঞানিক ও নিয়ন্ত্রক সংস্থা একটি প্রতিবেদনে ২০২১ সালের জুলাইকে সর্বাধিক উষ্ণতম মাস ১৪২ বছরের বলে উল্লেখ করেছে।

বলা হয়েছে জুলাইয়ে স্থলভাগ ও সমুদ্রপৃষ্ঠের সমন্বিত তাপমাত্রা ২০ শতকের গড় তাপমাত্রা ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে শূন্য দশমিক ৯৩ ডিগ্রি বেশি ছিল। এবং এ তাপমাত্রা পূর্বের বৈশ্বিক তাপমাত্রার সকল রেকর্ড ইতিমধ্যে ভেঙে ফেলেছে।

জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে এই পরিবর্তন আসছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক এন্ড অ্যাটমসফেরিক এডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে বলে, জুলাইয়ের এই 'অনাকাঙক্ষিত অবস্থান ' অবশ্যই একটি উদ্বেগের কারণ গোটা বিশ্বের জন্যই।  তারা আরো জানান যে এক্ষেত্রে প্রথমটিই হচ্ছে সবচেয়ে বাজে অবস্থা। নতুন এ রেকর্ড বিশ্বের জন্য জলবায়ু পরিবর্তন ঝামেলাপূর্ণ ও ব্যাঘাত ঘটানোর পথ নির্ধারণ করেছে তাই বলছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password