প্রধানমন্ত্রীকে জাপা এমপি রাঙ্গা,আপনি না থাকলে দেশ চালাবে কে

প্রধানমন্ত্রীকে জাপা এমপি রাঙ্গা,আপনি না থাকলে দেশ চালাবে কে

করোনা ভাইরাস সংক্রমণের এই সময়ে স্বাস্থ্যঝুঁকি নিয়ে প্রধানমন্ত্রীকে সশরীরে সংসদে না এসে ভার্চ্যুয়াল ব্যবস্থাপনায় সংসদের কার্যক্রমে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিরোধীদলের চিফ হুইপ ও জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে কে দেশ চালাবে এ উদ্বেগও তিনি প্রকাশ করেন।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙ্গার এ প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, ‘তিনি জীবনের ভয়ে ভীত নন। মৃত্যু যখন অবধারিত তখন মরতে একদিন হবেই। আমি এখানে (বাংলাদেশে) বেঁচে থাকার জন্য আসিনি। জীবনটা বাংলা মানুষের জন্য বিলিয়ে দিতে এসেছি।’বুধবার (১০ জুন) জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের শুরুর দিনে মসিউর রহমান রাঙ্গা শোক প্রস্তাবের ওপর আলোচনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি সংসদে না এসে ভার্চুয়াল ব্যবস্থাপনায় নিজের বাসভবনে বসে সংসদের কার্যক্রম দেখা এবং অংশ নেওয়ার অনুরোধ করেন।

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিভিন্ন দেশের কথা উল্লেখ করে রাঙ্গা বলেন, আমি যুক্তরাজ্য, নিউজিল্যান্ড কানাডার কথা জানি। তারা ভার্চ্যুয়াল পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পার্লামেন্ট পরিচালনা করছে। তাদের অনেকেই সংসদে আসছেন না। সংসদ সদস্য হিসেবে আমাদের সংসদে আসতে অসুবিধা নেই। আমি আমাদের কথা বলছি না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি সংসদে না এসেযদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উনি বাড়িতে থেকে কথা বলতেন আমরা নিশ্চিত হতাম।

‘আমরা একই সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছি এইজন্য বলছি। দেশের যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে এগুলো কোনো না কোনো একদিন আমরা করতে পারবো। কিন্তু উনি না থাকলে দেশটা চালাবে কে? আমি অনুরোধ করবো, প্রধানমন্ত্রী যদি সম্ভব হয় আপনি বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পার্লামেন্টে অংশগ্রহণ করুন।’

পরে শোক প্রস্তাবের ওপর আলোচনা কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসিউর রহমান রাঙ্গার এ প্রস্তাব নাকচ করে দেন। নিজের জীবন নিয়ে কোন চিন্তা করেন না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জন্ম যখন হয়েছে তখন মরতেই হবে। তাই গুলি খেয়ে মরি, বোমা খেয়ে মরি, করোনাভাইরাসে মরি, অসুস্থ হয়ে মরি। এখন কথা বলতে বলতেও মরে যেতে পারি। মৃত্যু যখন অবধারিত তখন মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই। আমি ভয় কখনো পাইনি, পাবো না।

মন্তব্যসমূহ (০)


Lost Password