কৃষ্ণসাগরে বাংলাদেশী জাহাজে আটকা নরসিংদীর জামাল, পরিবারের উদ্বেগ

কৃষ্ণসাগরে বাংলাদেশী জাহাজে আটকা নরসিংদীর জামাল, পরিবারের উদ্বেগ

নরসিংদী প্রতিনিধি :  ইউক্রেনের কৃষ্ণসাগর তীরে একটি বন্দরে যে বাংলাদেশি জাহাজ ২৯ জন বাংলাদেশি নাবিকসহ আটকে পড়েছিল, সেই জাহাজে রাশিয়ার রকেট হামলায় বাংলাদেশি নাবিক ও জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছে। এই জাহাজটিতেই রকেট হামলার সময়ে নাবিক হিসেবে ছিলেন নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের মৃত ফরহাদ হোসেনের (তারা মিয়া) ছেলে জামাল হোসেন খান।

তিনি পরিবার নিয়ে চট্টগ্রামে বসবাস করতেন। প্রায় দুই মাসে আগে ঐ জাহাজে নাবিক হিসেবে চট্টগ্রাম থেকে পাড়ি জমায়। গতকাল বুধবার এ ঘটনার পর থেকে জামাল হোসেন খানের পরিবার, আত্মীয়-স্বজন ও পারা প্রতিবেশীরা খুব উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন নাবিক জামাল হোসেনের ছোট ভাই কনক খান বলেন, ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলার খবর পেয়ে গতকাল বার বার চেষ্টা করেছি বড় ভাইয়ের খোঁজ খবর নেওয়ার জন্য। কিন্তু কোনোভাবেই খোঁজ নিতে পারিনি। এতে উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছি আমরা। পরে বাংলাদেশ শিপিং করপোরেশন অফিসে যোগাযোগ করলে তারা জানিয়েছে অন্য সকলেই ভালো আছে।

ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়ায় উদ্বেগ উৎকন্ঠায় থাকা পরিবার -আত্মীয় স্বজন ও এলাকার সবাই চাইছে তাদের প্রিয় মানুষ নাবিক জামাল হোসেন খান নিরাপদে থাকুক এবং সুস্থ হয়ে ফিরে আসুক এই বাঙলার মাঠিতে।

মন্তব্যসমূহ (০)


Lost Password