আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নিলো ইতালি

আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নিলো ইতালি

আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নিলো ইতালি। এর আগে জার্মানির নিজেদের সব সেনা প্রত্যাহার করে নিয়েছিল। হয়তো তারই ধারা-বাহিকতায় ইতালিও সেনা প্রত্যাহার করে নিয়েছে। গতকাল বুধবার এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী লরেঞ্জো গুয়েরিনি। এর মধ্য দিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে দীর্ঘ দুই দশকের অবস্থান শেষ করলো তারা।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী বলেন, মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে তাদের আফগানিস্তান মিশন শেষ হয়েছে। এদিন দেশটিতে থাকা সেনাদের সর্বশেষ বাহিনী পিসা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

তবে সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে আফগানদের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, আফগানিস্তানের উন্নয়নে ইতালি বিকল্প উপায়ে সবসময় যুক্ত থাকবে।

গত ২০ বছরে আফগানিস্তানে ইতালির মোট ৫০ হাজার সেনা দায়িত্ব পালন করেছেন। ইতালির এ সেনাদের মধ্যে ৫৩ জন নিহত ও ৭২৩ সেনা আহত হয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password