৪ নভেম্বর নুরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

৪ নভেম্বর নুরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

ডাকসু সাবেক ভিপি নুরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। এর আগে ঢাবি ছাত্রী ধর্ষণের মামলায় সাবেক ভিপি নুরের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের দুই নেতাকে রোববার (১১ অক্টোবর) রাতে গ্রেফতার করে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি নাজমুল হুদা ও যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলামের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, সাইফুলকে রাজধানীর আজিমপুর ও নাজমুলকে মগবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

কোতোয়ালি থানায় করা ধর্ষণ-অপহরণের অভিযোগে গত ২১ সেপ্টেম্বর সাবেক ভিপি নুরসহ ছয়জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রোববার তাদের চার নেতাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password