পেসারদের অসাধারণ নৈপুণ্যে রোমাঞ্চকর জয় ভারতের

পেসারদের অসাধারণ নৈপুণ্যে রোমাঞ্চকর জয় ভারতের

শিরোনাম দেখলেই বুঝা যায় পেসারদের বোলিং নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে জয় তুলে নিয়েছে ভারত৷ কিন্ত শুধু বোলিং নয় ব্যাট ও বল দুই বিভাগেই ভারতের জয়ে অবদান পেসারদের। মুলত তাদের কল্যাণেই লর্ডস টেস্ট ১৫১ রানের ব্যবধানে জিতে নিয়েছে ভারত। ভারতের ছুড়ে দেওয়া ২৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১২০ রানে অলআউট হয় স্বাগতিক ইংল্যান্ড।

লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টের শেষ দিনে ৬ উইকেটে ১৮১ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করেছিল ভারত। আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান ঋষভ পান্ত ও ইশান্ত শর্মা আর ১৮ রান যোগ করতে পারলেন। ২০৯ রানে ৮ উইকেট হারাল ভারত। ক্রিজে জুটি গড়লেন মোহাম্মদ শামি ও যশপ্রীত বুমরা। ২২ গজে পড়ে থাকলেন দাঁত কামড়ে। ৭ বছর পর ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি হাঁকালেন শামি। এই ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যামে ২০১৪ সালে প্রথম ফিফটি করেন তিনি। ক্যারিয়ারের সর্বোচ্চ ৫৬ রান করে অপরাজিত থাকলেন শামি, ৩৪ রানে বুমরা। যখন তারা মাঠ ছাড়লেন তখন ইনিংস ঘোষণা হয়ে গেছে ৮ উইকেটে ২৯৮ রানে। শামি ও বুমরার ৮৯ রানের অপরাজিত জুটিতে ইংল্যান্ডকে ২৭২ রানের লক্ষ্য দেয় সফরকারীরা।

জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছিল ইংল্যান্ড। চা বিরতির আগেই জমে ওঠে নাটক। ৬৭ রানে ইংল্যান্ডের ৪ উইকেট ফেলে চায়ের স্বাদটা ভালোই পেয়েছিলেন ভারতের বোলাররা। আগের ইনিংসে সেঞ্চুরি করা জো রুট তখনো ৩৩ রানে অপরাজিত। শেষ সেশনের খেলা শুরুর পর প্রথম ওভারেই রুটকে (৩৩) তুলে নেন যশপ্রীত বুমরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৯০ রানে ৭ ব্যাটসম্যানকে হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় স্বাগতিকরা। পরাজয় এড়াতে হলে শেষ ৮.৪ ওভার খেলতে হতো মার্ক উড ও জেমস অ্যান্ডারসনকে। কিন্তু মাত্র ৩ বল খেলে অ্যান্ডারসন আউট হয়ে গেলে ১৫১ রানের জয় পায় ভারত। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ ৪টি উইকেট শিকার করেন৷ এছাড়া বুমরাহ ৩, ইশান্ত শর্মা ২ ও মোহাম্মদ শামি ১টি উইকেট শিকার করেন।

হোম অব ক্রিকেট খ্যাত লর্ডসে ১৯ ম্যাচে ভারতের এটা তৃতীয় জয়। এই ম্যাচ জয়ের ফলে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে গেল বিরাট কোহলির টিম ইন্ডিয়া৷ দুই দলের প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছিল। আগামী ২৫শে আগষ্ট থেকে লিডসে ভারত ও ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে৷

মন্তব্যসমূহ (০)


Lost Password