ভারতের নতুন পারমানবিক ক্ষেপণাস্ত্র, জেনে নিন কতটা আঘাত হানতে পারে

ভারতের নতুন পারমানবিক ক্ষেপণাস্ত্র, জেনে নিন কতটা আঘাত হানতে পারে
MostPlay

সোমবার উড়িষ্যার উপকূলে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। 

পারমাণবিক ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইম,

সফলভাবে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও। 

ভারতীয় সেনা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, 'উড়িষ্যা উপকূলে অবস্থিত বিভিন্ন টেলিমেট্রি এবং রাডার সিস্টেমের মাধ্যমে এই মিসাইলের টেস্ট ফ্লাইটটি পর্যবেক্ষণ করা হয়'। 

অগ্নি-প্রাইম এই ক্ষেপণাস্ত্রটি এক হাজার থেকে দুই হাজার কিলোমিটার রেঞ্জের মধ্যে অনায়াসে আঘাত হানতে সক্ষম বলে জানা গেছে। এই সিরিজের অন্য দুই মিসাইল অগ্নি ১ ও অগ্নি ২-এর তুলনায় এর মোটরগুলো অনকে বেশি আধুনিক। 

ভারতের সরকারি সূত্র থেকে জানা যায়, স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই টেস্ট লঞ্চ করা হয়। 

হিন্দুস্তান টাইমস অনুসারে, অগ্নি-৩-এর তুলনায় নতুন প্রজন্মের অগ্নি প্রাইমের ওজন প্রায় ৫০ শতাংশ কম। ওজনে হালকা হওয়ায় রেল বা সড়ক পথে বিশেষ সামরিক যান থেকে এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা যাবে। 

বিশেষ ধরনের এই ব্যালেস্টিক মিসাইলটি দ্বিস্তরীয় সলিড প্রপেল্যান্ট বিশিষ্ট। পাশাপাশি রিং-লেজার জাইরোস্কোপের ওপর ভিত্তি করে এর নেভিগেশন সিস্টেম তৈরি করা হয়েছে। তাছাড়া এই মিসাইলের গাইডেন্স সিস্টেমটিতে ইলেক্ট্রোমেকানিক্যাল অ্যাকিউট-রে রয়েছে বলে ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password