প্রথমবারের মতো অলিম্পিক হকির সেমিতে ভারতের নারীরা

প্রথমবারের মতো অলিম্পিক হকির সেমিতে ভারতের নারীরা

টোকিও অলিম্পিকের হকিতে নতুন করে নিজেদের ইতিহাস লিখলো ভারতের নারী হকি দল। অলিম্পিকে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে গেছে ভারতের নারী হকি দল। তা-ও আবার তিন বারের স্বর্নজয়ী অস্ট্রেলিয়াকে হারিয়ে। এ বারের টোকিও অলিম্পিকে অনেক অঘটন ঘটেছে। কিন্তু অনেকেই মনে করছেন মহিলাদের হকির কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে ভারতের হারিয়ে দেওয়াটা এখনও পর্যন্ত সবথেকে বড় অঘটন।

ভারতের সমর্থকরাও হয়তো চিন্তা করতে পারেনি শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে খেলবে ভারতের নারীরা। ভারতের নারী হকির দলের সেমিফাইনালে উঠা দেখে অনেকের হয়তো শাহরুখ খানের চাকদে ইন্ডিয়া সিনেমার কথা মনে পড়ে গেছে। কারণ ভারত নারী দল প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ১-৫ গোলে পরাজীত জয়ে টুর্ণামেন্ট শুরু করেছিল। এরপর তারা হেরেছে গ্রেট বিটেন ও জার্মানির কাছে। পরে আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোয়াটার ফাইনালে উঠে ভারতের মেয়েরা।

ওই হকি স্টেডিয়ামের নর্থ পিচে হওয়া ম্যাচটিতে ১-০ গোলে জিতেছে ভারত। দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের ২২ মিনিটের সময় একমাত্র গোলটি করেছেন গুরজিত কৌর। মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার নারী দলের বিপক্ষে খেলবে ভারত। সোমবার প্রথম কোয়ার্টার ফাইনালে জার্মানিকে ৩-০ গোলে হারিয়ে সেমিতে উঠেছে আর্জেন্টিনা নারী হকি দল। এর আগে গ্রেট ব্রিটেনকে ৩-১ গোলে হারিয়ে পুরুষ হকির সেমিফাইনালে উঠেছে ভারত।

মন্তব্যসমূহ (০)


Lost Password