ধর্ষণের ঘটনার বিচার দাবিতে কুমিল্লায় মানববন্ধন

ধর্ষণের ঘটনার বিচার দাবিতে কুমিল্লায় মানববন্ধন

নোয়াখালী বেগমগঞ্জ, সিলেটের এমসি কলেজেসহ দেশের সকল যৌন হয়রানি, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনার বিচার দাবিত প্রতিবাদ মুখর হয়ে উঠেছে কুমিল্লার বিভিন্ন সংগঠন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে শিক্ষার্থীরাসহ বিভিন্ন সংগঠন একত্রে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। 

বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও এসব কর্মসূচিতে অংশ নেন। অন্তত ১২টি সংগঠনের ব্যানারে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ আর স্লোগানে মুখরিত গোটা কান্দিরপাড় এলাকা। 

সংগঠন গুলোর উল্লেখযোগ্য হচ্ছে, বৃহত্তর কুমিল্লা স্বেচ্ছাসেবী ফোরাম, আমরা কুমিল্লার সন্তান, মানবতার শেষ বন্ধন, বিডি ক্লিন, পথশিশু কল্যাণ, সেইভ দ্যা হিউমিনিটি, বাংলাদেশ ইয়াং স্টার সোশাল অর্গানাইজেশন, মহানগর ছাত্রলীগ, এন্টি রেপিস্ট সোসাইটি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কুমিল্লা, কুমিল্লা সচেতন ছাত্র সমাজ। সাধারণ ছাত্র-ছাত্রীর ব্যানারেও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রীদের হাতে ধরা ফেস্টুনে লেখা- ধর্ষণ মুক্ত সমাজ চাই, রাষ্ট্র আমাকে আমার নিরাপত্তা বুঝিয়ে দাও এসব। তাদের সাথে যোগ দিয়েছে মানবাধিকারকর্মী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও। 

মানবাধিকারকর্মী আবদুল হান্নান বলেন, আমরা আজ কান্দিরপাড় একত্রিত হয়েছি ধর্ষণসহ সকল সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মো.আনোয়ারুল হক জানান, নগরীর কান্দিরপাড়ে শিক্ষার্থীরাসহ বিভিন্ন সংগঠন সুশৃংখলভাবে এসব প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password