শ্যামনগরের গাবুরাতে টেকসই বাঁধের জন্য মানববন্ধন

শ্যামনগরের গাবুরাতে টেকসই বাঁধের জন্য মানববন্ধন

সাতক্ষীরা জেলায় শ্যামনগর থানার গাবুরা ইউনিয়নে টেকসই  বাঁধের জন্য  মানব্বন্ধন করেছেন গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের সাধারণ মানুষ ও সকল সেচ্ছাসেবি সংগঠনগুলো আজ ২০ মে  বৃহস্পতিবার সকাল (১০ টায় ) এই মানব্বন্ধন টি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য আজ ২০ মে ঠিক এক বছর আগে এই দিনে উপকূল আঘাত হেনেছিল ঘুনিঝড় আম্ফান আর এই ঝড়ের কারনে  তলিয়ে গিয়েছিলো উপকূলের বেশ কিছু ইউনিয়ন ভেসে গিয়েছিলো হাজার ও মানুষের ঘড়বাড়ি মংস্য ঘের যার ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারে নি এই উপকূলের মানুষ আর তার পর থেকে এই উপকূলের মানুষ মানব্বন্ধন করে যাচ্ছে টেকসই বাঁধের জন্য।

মানববন্ধনে বক্তাগন বলেন, আমরা উপকূলের মানুষ আমরা বাঁচতে চাই আমরা টেকসই বেড়িবাঁধ চাই এটি আমাদের অধিকার এটি আমাদের দিতে হবে। গাবুরা এবং পদ্মপুকুর ইউনিয়ন সহ উপকূলের প্রায় প্রতিটি ইউনিয়নে রাস্তা খুবি খারাপ অবস্থা  আছে আবারো একটু ঘড় বৃষ্টি তে তলিয়ে যাওয়ায় সম্ভবনা রয়েছে এই উপকূলের বেশ কিছু ইউনিয়ন তাই এই উপকূলের মানুষ একটা চাওয়া আমরা টেকসই বেড়িবাঁধ চাই

মন্তব্যসমূহ (০)


Lost Password