সাকিবকে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ করতে ভোট করবেন যেভাবে

সাকিবকে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ করতে ভোট করবেন যেভাবে

গত মে মাসে প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। এবার দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটেই খেলেছেন সাকিব।

তার দুর্দান্ত পারফরম্যান্সে ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। একমাত্র টেস্টে ৫ উইকেট নেন সাকিব, যদিও ব্যাট হাতে এক ইনিংসে ৩ রানের বেশি করতে পারেননি তিনি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বল হাতে ৮ উইকেটের পাশাপাশি ১৪৫ রান এসেছে সাকিবের ব্যাট থেকে। যার মধ্যে দ্বিতীয় ওয়ানডেতে ৯৬ রানের অপরাজিত ইনিংসও খেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এছাড়া টি-টোয়েন্টি সিরিজে ৩৭ রান ও ৩ উইকেট নেন সাকিব। সাকিবের সাথে আরও মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ।

আগের মাসের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত অনফিল্ড পারফরম্যান্স ও সার্বিক অর্জনের ওপর ভিত্তি করে তিন জনের তালিকা নির্ধারণ করে আইসিসি অ্যাওয়ার্ডস নমিনেশন্স কমিটি। এই তালিকা থেকে বিজয়ী নির্বাচনে ভোট দেবেন ভোটিং অ্যাকাডেমি ও ভক্তরা। ভোটিং অ্যাকাডেমিতে থাকেন প্রবীণ সাংবাদিক, সাবেক খেলোয়াড় ও ব্রডকাস্টাররা। ই-মেইলের মাধ্যমে ভোট দেন তারা, ৯০ শতাংশ ভোট থাকে তাদের হাতে। আর শুধুমাত্র নিবন্ধিত ভক্তরা আইসিসির ওয়েবসাইটে গিয়ে ভোট দেন, তাদের ভোটিং শেয়ার ১০ শতাংশ। অর্থাৎ মাসসেরা ক্রিকেটার নির্বাচনে ভোট দিতে পারেন ভক্তরাও। সাকিবকে জেতাতে আপনিও রাখতে পারেন অবদান।

সাকিব আল হাসানকে জুলাই মাসের সেরা ক্রিকেটার বানাতে আইসিসির ওয়েবসাইটে আপনাকে নিবন্ধন করতে হবে। নিবন্ধিত ভক্তরাই ভোটে অংশ নিতে পারবেন। ভোট দিতে হলে আইসিসির ওয়েবসাইটে গিয়ে ‘মেন’স প্লেয়ার অব দ্য মান্থ’ টপিক সিলেক্ট করুন। সেখানে ক্লিক করলেই মনোনীত তিন জনের নাম উঠবে এবং ভোট বাটনে ক্লিক করলেই কাজ শেষ। 

মন্তব্যসমূহ (০)


Lost Password