পাবজি, ফ্রি ফায়ার বন্ধের নির্দেশ হাইকোর্টের

পাবজি, ফ্রি ফায়ার বন্ধের নির্দেশ হাইকোর্টের
MostPlay

দেশের সব অনলাইন প্লাটফর্ম থেকে পাবজি, ফ্রি-ফায়ার সহ সকল ধরনের ক্ষতিকর গেমস দ্রুতই অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল ও আদেশ দেয় গত সোমবার।

শিক্ষার্থী, কিশোর- কিশোরীদের মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শারীরিক ক্ষতির ও কারণ হতে পারে এসব অনলাইন গেমস এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। সারাক্ষণ ইন্টারনেট এবং গেমস নিয়ে ব্যস্ত থাকছে বেশিরভাগ কিশোর- কিশোরীরা যা তাদের শরীরের উপর বিরুপ প্রভাব ফেলছে এবং লেখাপড়ার ও ক্ষতি হচ্ছে। এসব গেমস যেন যুবসমাজকে ক্রমাগত সহিংসা শেখার দিকে ঠেলে দিচ্ছে।

এছাড়া ও টিকটক, লাইকির মত বিনোদনমূলক অ্যাপগুলো ব্যবহার করে দেশের শিশু- কিশোর, যুবসমাজ বিভিন্ন অনৈতিক কার্যক্রমের সাথে জড়িত হয়ে পড়ছে। বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত । সম্প্রতি বিভিন্ন ঘটনা এবং প্রতিবেদন থেকে দেখা যায় নারী পাচার, দেশ থেকে অর্থ পাচারের মত ভয়াবহ ঘটনাও টিকটক, লাইকি এর লাইভের মাধ্যমে চলছে। এটি দেশ ও সমাজের জন্য নিঃসন্দেহে আশংকাজনক।

এসব গেম ও অ্যাপের ক্ষতিকারক  তুলে ধরে এবং তা বন্ধের অনুরোধ জানিয়ে 'ল এন্ড লাইফ ফাউন্ডেশনের' পক্ষে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশের কোনো ধরনের কোনো জবাব না পেয়ে এ রিটটি করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password