হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়েরকৃত মামলায় আরো ১২ জনকে গ্রেফতার

হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়েরকৃত মামলায় আরো ১২ জনকে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়েরকৃত মামলায় আরো ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি গ্রেফতারকৃতরা সবাই হেফাজতে ইসলামের কর্মী। এ নিয়ে তাণ্ডবের ঘটনায় মোট ৩১০ জন গ্রেফতার হয়েছে।সোমবার সকালে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, তাণ্ডবের ঘটনায় জেলার বিভিন্ন থানায় মোট ৫৬টি মামলা হয়েছে।

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি এবং আখাউড়া রেলওয়ে থানায় ১টি। ৫৬টি মামলায় এজাহারনামীয় ৪১৪ জনসহ অজ্ঞাতনামা ৩৫ হাজার লোককে আসামি করা হয়েছে।গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ চালায়। হামলাকারীরা সরকারি ও বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনা ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password