শ্রীমঙ্গলে প্রেম করে বিয়ে, ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

শ্রীমঙ্গলে প্রেম করে বিয়ে, ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জের ধরে ছুরিকাঘাতে স্ত্রী শাহীমা আক্তার (১৯) হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ এপ্রিল) দিনগত রাত তিনটার দিকে উপজেলা শহরের সুরভীপাড়া আবাসিক এলাকার থেকে মরদেহ উদ্ধার করা হয়।ঘাতক সুমন মিয়া (২৪) হবিগঞ্জ জেলার সদর থানার সুলতানশী গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে। অপরদিকে শাহীমা আক্তার সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মৃত আজিজুর রহমানের মেয়ে।

এই দম্পতি ১০ দিন যাবত শহরের সুরভীপাড়া আবাসিক এলাকার লন্ডন প্রবাসী কাওসার আহমেদ এর বাসায় ভাড়া থাকতেন।নিহতের বড় বোন হালিমা আক্তার জানান, চার বছর আগে হবিগঞ্জ থাকাকালীন সময়ে মাসুম মিয়ার সাথে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়ে শাহীমা আক্তার। পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে মাসুমের সাথে শাহীমার ঝগড়া হতো।

গত শনিবার (২৭ মার্চ) মাসুম শাহীমাকে নিয়ে শ্রীমঙ্গল শহরতলীর সুরভীপাড়ায় বড় বোন হালিমার বাসায় বেড়াতে আসেন। গত বুধবার (৩১ মার্চ) মাসুম কসাইর কাজে মিরপুরে চলে যান। পরদিন ভোরে পুনরায় হালিমার বাসায় আসেন। শুক্রবার (১ এপ্রিল) রাতে শাহীমার সাথে মাসুমের বাগবিতণ্ডা হয়। রাতেই শাহীমাকে নিয়ে তার বাড়িতে চলে যেতে চাইলে তার বড় বোন হালিমা ভোরে নিয়ে যেতে অনুরোধ করে। পরে রাতে ধারালো ছুরি দিয়ে বুকে ও হাতে আঘাত করে করে মাসুম। এতে ঘটনাস্থলে শাহীমা মারা যান।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মাসুম মিয়া পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে।’

মন্তব্যসমূহ (০)


Lost Password