কেউ এই অভিনব কালো গোলমরিচ চিংড়ি ট্রাই করেছেন

কেউ এই অভিনব  কালো গোলমরিচ চিংড়ি ট্রাই করেছেন
MostPlay

'চিংড়ি মাছ কার না খেতে ভালো লাগে?'এর উত্তর হবে ছোট বড় সবার।চিংড়ি মাছের কত শত পদের তরকারি হয় যেমন :- চিংড়ির মালাইকারি,আলু চিংড়ি, ডাব চিংড়ি, কচু চিংড়ি, মোচা চিংড়ি এমন কি চিংড়ি বোড়া। কিন্তু কেউ এই অভিনব  কালো গোলমরিচ চিংড়ি ট্রাই করেছেন?একবার রান্না করে খেয়ে দেখুন  কত মজা লাগে। 

 উপাদান

 ১ পাউন্ড বড় চিংড়ি (আকার ৯,১৬-২০ বা ১২-১৫ , খোসা ছাড়ানো

 ৪ চামচ মাখন

  ৩ কোয়া রসুন

 ২ চা চামচ।  মোটা ফাটা কালো গোলমরিচ

১ টে.চামচ ওয়েস্টার সস

 ২ টে.চামচ ভিনেগার

২ চা চামচ।  চিনি

 ½ চা চামচ লবণ

২ টে.চামচ কাটা সবুজ পেঁয়াজকলি

 প্রস্তুতি:

 ১ . মাঝারি আঁচে একটি কড়াই বা কড়াই গরম করুন।  মাখন গলে সুগন্ধি না হওয়া পর্যন্ত রসুন এবং গোলমরিচ ভাজুন।

 ২ . চিংড়ি দিয়ে দিন এবং প্রায় রান্না না হওয়া পর্যন্ত মাঝে মাঝে নাড়তে থাকুন।

 ৩ . ওয়েস্টার সস, ভিনেগার এবং চিনি যোগ করুন।  চিংড়ি সিদ্ধ না হওয়া পর্যন্ত এবং সস গরম না হওয়া পর্যন্ত ভেজে নিন।

  ৪ . কাটা পেঁয়াজকলি দিয়ে ডেকোরেশন করে,

 উপভোগ করুন!

মন্তব্যসমূহ (০)


Lost Password