ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত শুরু ম্যান ইউর

ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত শুরু ম্যান ইউর

শুক্রবার রাতে শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২১-২২ মৌসুম। তবে শনিবার এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম খেলতে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম ম্যাচে রেড ডেভিলদের প্রতিপক্ষ ছিল লিডস ইউনাইটেড।

ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় শনিবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচে লিডসকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ম্যান ইউ। পাঁচ গোলের তিনটিই করেন ব্রুনো ফার্নান্দেজ। একটি করে গোল করেন ম্যাসন গ্রিনউড ও ফ্রেড। এর মধ্যে চারটি গোলে অবদান আছে পল পগবার। লিডস ইউনাইটেডের পক্ষে একমাত্র গোলটি করেন লুক আইলিং।

বড় ব্যাবধানে জয় পেলেও প্রথমার্ধে মাত্র ১ গোল করে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩০ মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন ফার্নান্দেজ। বিরতি থেকে ফিরেই সমতা টানে লিডস। লুক আইলিং গোল করে স্বস্তি ফেরান। কিন্তু এরপর যে ম্যান ইউর গোল উৎসব শুরু হয়, সেটা চলতে থাকে ৬৮তম মিনিট পর্যন্ত।

ম্যাচের ৫৪ ও ৬০ মিনিটে দ্বিতীয় ও তৃতীয় গোলের দেখা পান ফার্নান্দেজ। ম্যানচেস্টার ইউনাইটেড জার্সিতে এটি তার প্রথম হ্যাটট্রিক। এছাড়া ৫২ মিনিটে গ্রিনউড ও ৬৮ মিনিটে ফ্রেড গোল করে দলকে বিশাল জয় উপহার দেন। এরপর আরও কয়েকটি আক্রমণ পাল্টা আক্রমণ হলেও কোনো দলই আর গোলের দেখা পাননি। প্রিমিয়ার লিগের পরবর্তী ম্যাচে আগামী রবিবার সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নামবে ম্যান ইউ৷

মন্তব্যসমূহ (০)


Lost Password