শেখ কামালের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল

শেখ কামালের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল

আজ ৫ই আগস্ট বৃহস্পতিবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র , প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী। ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

শিক্ষা জীবনে শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএ অনার্স পাস করেন। তিনি ছায়ানটের সেতার বাদন বিভাগের ছাত্র ছিলেন। বন্ধু শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন ‘স্পন্দন শিল্পী গোষ্ঠী’। শেখ কামাল ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। অভিনয় শিল্পী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে প্রতিষ্ঠিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন উপলক্ষে প্রবীন মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্মরন করেছে তাকে। বঙ্গবন্ধু পরিবারের কথা বলতে গিয়ে এক পর্যায়ে আবেগপ্লোত হয়ে পরেছেন তিনি।

মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল বিডিটাইপকে বলেন, আমি খুব অভাগ হই একটা পরিবারের এত গুলো লোককে এত নির্মবভাবে হত্মা করা তাও আবার যে পরিবার দেশের জন্য অকাতরে খেটেছেন সেই পরিবারকে। আপনারা জেনে হয়তো অবাক হবেন শেখ কামাল সাহেব ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়ি থেকে বের হয়ে তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশে প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেন ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্বপালন করেন।

তিনি আরও বলেন, যারা বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করেছে তাদের দেশদ্রোহী ছাড়া আর কি বলা যায়। তারা অবশ্যই পাকিস্তানের এজেন্ডা ছিলেন। তারা হয়তো পাকিস্তানের পরাজয় মানতে পারেনি তাই এই হত্যাযজ্ঞ চালায় নরপশুর দলেরা।

মুস্তফা কামাল আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট নরকীয় হত্যাযজ্ঞের প্রথম শহীদ হন শেখ কামাল। হত্যাযজ্ঞের প্রধান লক্ষ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেও এদিনের ঘটনায় তার জ্যেষ্ঠপুত্রকেই প্রথমে হত্যা করা হয়।

আজ সেই দেশ বরেন্য মুক্তিযোদ্ধা ও ক্রিয়াবিধ শেখ কামালের এর ৭২তম জন্মদিনে মেঘনা উপজেলার সকল মুক্তিযোদ্ধার পক্ষ থেকে জানাই অনেক অনেক শ্রদ্ধা ও শুভেচ্ছা।

মন্তব্যসমূহ (০)


Lost Password