বিশ্বকাপ বাছাইয়ের শুরুতেই ধাক্কা খেল ফ্রান্স

বিশ্বকাপ বাছাইয়ের শুরুতেই ধাক্কা খেল ফ্রান্স

ইউক্রেনের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার ২০২২ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব মিশন শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। শেষ দেখায় প্রতিপক্ষকে ৭-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিলেও এবার ড্র করে শুরুতেই ধাক্কা খেয়েছে কিলিয়ান এমবাপ্পে-আন্তোনিও গ্রিজম্যানরা।

বুধবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচে ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে খেলতে নামে ইউক্রেন। শুরু থেকেই অধিকাংশ সময় বল দখলে এগিয়ে থাকা ফ্রান্স প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় একাদশ মিনিটে। সেবার আদ্রিওঁ রাবিওটের কাট ব্যাকে ছয় গজ বক্সের সামনে থেকে অলিভিয়ে জিরুদের দুর্বল শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

১৯তম মিনিটে গ্রিজমানের চমৎকার গোলে এগিয়ে যায় ফ্রান্স। হেড করে বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি ইউক্রেনের এক ডিফেন্ডার। সুযোগ মতো বল পেয়ে জায়গা বানিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন এই বার্সেলোনা ফরোয়ার্ড।

জাতীয় দলের হয়ে গ্রিজমানের গোল এখন ৩৪টি। বুধবার গোল করে দেশটির সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় চারে থাকা ডেভিড ত্রেজেগেকে স্পর্শ করেছেন তিনি। তার ওপরে আছেন কেবল মিশেল প্লাতিনি (৪১), জিরুদ (৪৪) ও থিয়েরি অঁরি (৫১)।

পরের মিনিটে ভালো সুযোগ পান এমবাপ্পে। কিন্তু ডি-বক্সের ভেতর থেকে বল উড়িয়ে মারেন এই পিএসজি ফরোয়ার্ড। ৩২তম মিনিটে বেঞ্জামিন পাভার্ডের ক্রসে ছয় গজ বক্সের সামনে থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি জিরুদ। প্রথমার্ধে আর কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্রান্সের রক্ষণে চাপ বাড়ায় ইউক্রেন। ৫৭তম মিনিটে সমতায় ফেরে তারা। ডি-বক্সে দলটির মিডফিল্ডার সিদরচুককে শট নিতে দেখে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েন গোলরক্ষক হুগো লরিস। কিন্তু বল প্রেসনেল কিম্বেপ্পের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

৬৪তম মিনিটে জিরুদ ও কিংসলে কোমানকে তুলে নেন কোচ দিদিয়ের দেশম। মাঠে নামান পল পগবা ও উসমান দেম্বেলেকে। তাতে অবশ্য খেলার চিত্র বদলায়নি। বাকি সময়ে তেমন সুযোগই তৈরি করতে পারেনি তারা।আগামী রোববার কাজাখস্তান এবং এর তিন দিন পর বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে খেলতে নামবে ফ্রান্স।

মন্তব্যসমূহ (০)


Lost Password