নারায়ণগঞ্জে সংঘর্ষ ঠেকাতে গিয়ে পরিদর্শকসহ ৫ পুলিশ আহত

নারায়ণগঞ্জে সংঘর্ষ ঠেকাতে গিয়ে পরিদর্শকসহ ৫ পুলিশ আহত

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষ ঠেকাতে গিয়ে রূপগঞ্জ থানার পরিদর্শকসহ ৫ পুলিশ আহত হয়েছে। এছাড়া সংঘর্ষে উভয়পক্ষের ১০-১২ জন আহত হয়েছে। ২ পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ ৭০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আদম ব্যবসার ১০ হাজার টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে রবিবার (৪জুলাই) সন্ধ্যায় সিটি শাহিন গ্রুপ ও জয়নাল গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে রাতে সিটি শাহিন গ্রুপের লোকজন জয়নাল গ্রুপের কর্মী রায়হানকে (২৫) ধারালো ছোড়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।

পরে খবর পেয়ে জয়নাল গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শাহিন গ্রুপের লোকজনকে ধাওয়া করে। এ সময় শাহিন গ্রুপের লোকজনও অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদেরকে ধাওয়া করে। উভয়পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ইট-পাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িয়ে পরে।

এ সময় উভয়পক্ষের ১০-১২ জন আহত হয়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ উভয়পক্ষকে ধাওয়া করলে সংঘর্ষকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে।

এ সময় রূপগঞ্জ থানার ইন্সপেক্টর হুমায়ুন কবির মোল্লা, এএসআই বায়েজিদ হাওলাদার, আব্দুল হালিম, সিপাহী নুরুল আমিন, সিরাজুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক আহত হয়। রূপগঞ্জ থানার (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষকারীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password