শঙ্কা দূর করে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে ফেদেরার

শঙ্কা দূর করে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে ফেদেরার

উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়ার শঙ্কা তৈরি হয়েছিল রজার ফেদেরারের। রজার ফেদেরারের বিপক্ষে চার সেট সমানে সমান লড়াই করেছিলেন আদ্রিওঁ মানারিনো। কিন্ত ইনজুরী তাকে শেষ পর্যন্ত লড়াই করতে দেয়নি। হাঁটুর চোটের কাছে হার মেনে সরে দাঁড়ালেন এই ফরাসি। এতে উইম্বলডন চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়ার শঙ্কা কাটিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেলেন ফেদেরার।

প্রথম সেটে সহজ জয়ের পর দ্বিতীয় সেটেই কঠিন প্রতিরোধের মুখে পড়েন উইম্বলডনের রাজা ফেদেরার। দারুণ পারফরম্যান্সে টানা দুই সেট জিতে নেন মানারিনো। এরপর চতুর্থ সেট চলাকালীন সময়ে হাটুতে চোট পান মানারিনো। যদিও সে সময় ৪-২ সেট এ এগিয়ে ছিলেন ফেদেরার। চোট নিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেননি মানারিনো। সেটটি ৬-২ গেমে হেরে যান র‌্যাঙ্কিংয়ের ৪১ নম্বর খেলোয়াড়।

শেষ সেটে কোর্টেই নামতে পারেননি মানারিনো। ইনজুরীর কারণে ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নেন এই ফরাসী। ম্যাচ শেষে ফল ছিল ৬-৪, ৬-৭ (৩-৭), ৩-৬, ৬-২ গেম। দ্বিতীয় রাউন্ডে রেকর্ড ২০ গ্র্যান্ড স্ল্যামজয়ী ফেদেরারের প্রতিপক্ষ ফ্রান্সের রিচার্ড গাসকে অথবা জাপানের ইউচি সুগিতা।

মন্তব্যসমূহ (০)


Lost Password